প্রতীকী চিত্র
এ বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন হাওড়া আদালতের দুই আইনজীবী। ওই আদালত সূত্রের খবর, আক্রান্ত দু’জনই ক্রিমিনাল কোর্টে ওকালতি করেন। এক জন হাওড়ার হাঁসখালি পোল এলাকার বাসিন্দা, অন্য জন থাকেন উদয়নারায়ণপুরে। হাঁসখালি পোলের বাসিন্দাকে শহরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। আর উদয়নারায়ণপুরের বাসিন্দা ভর্তি আছেন উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে। এর আগে আলিপুর আদালতের এক আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
হাওড়া আদালতের ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরির সভাপতি সমীর বসুরায়চৌধুরী শুক্রবার জানান, উদয়নারায়ণপুরের বাসিন্দা আইনজীবীর এক আত্মীয় কিছু দিন আগে করোনা পজ়িটিভ হয়ে মারা যান। সেই ঘটনার পরে ওই আইনজীবীর পরিবারের প্রত্যেক সদস্যের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। তাতে বাকি সকলের রিপোর্ট নেগেটিভ এলেও ওই আইনজীবীর রিপোর্ট পজ়িটিভ আসে। আক্রান্ত দুই আইনজীবীর পরিবারকেই আপাতত হোম-কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে বলে আদালত সূত্রের খবর।
হাওড়া আদালত এখন বন্ধ থাকলেও বিশেষ আদালত চালু রয়েছে। আইনজীবীদের একাংশের অভিযোগ, জেলা প্রশাসন শহরের সর্বত্র রাসায়নিক স্প্রে করার কাজ করলেও হাওড়া আদালত চত্বরে সেই কাজ ভাল ভাবে করা হয়নি। তাই আদালতে যেতে তাঁরা ভয় পাচ্ছেন। অবিলম্বে আদালত চত্বর জীবাণুমুক্ত করার দাবি জানিয়েছেন ওই আইনজীবীরা।