ফাইল চিত্র।
কলকাতা মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিংয়েও এখন থেকে করোনা রোগীদের ভর্তি করা হবে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন, কোভিড হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী নির্মল মাজি। এ দিন এনআরএসে পাঁচ জন রোগীর দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। তাঁদের মধ্যে এক জন আপাতত বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। এনআরএসের ওই রোগীরা গ্রিন বিল্ডিংয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন নির্মলবাবু।
এ দিন সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, পাঁচশো শয্যার কলকাতা মেডিক্যাল কলেজে ২৬৫ জন রোগী ভর্তি রয়েছেন। এত দিন মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি ব্লকে করোনা রোগীদের ভর্তি করা হত। সিভিয়র অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের রোগীদের (সারি) জন্য বরাদ্দ ছিল গ্রিন বিল্ডিং। নির্মল বলেন, ‘‘সারি রোগীর সংখ্যা এখন কম আসছে। তাঁদের গ্রিন বিল্ডিংয়ের একটি তলায় চিকিৎসা হবে।’’
এসএসবি ব্লকের পাঁচতলার শৌচাগারের অপরিচ্ছন্নতা নিয়ে চিকিৎসাধীন রোগীদের অভিযোগ বুধবার সামনে এসেছিল। এ দিন পাঁচতলার সব ক’টি শৌচাগার পরিষ্কার করে দেওয়া হয়েছে। রোগীর পরিজনেরা জানান, এসএসবি ব্লকের মতো এখন শৌচাগারও ঝাঁ-চকচকে।
পরিষেবা উন্নত করতে আরও পদক্ষেপের কথা জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তার অন্যতম হল বর্ষায় কোভিড ওয়ার্ড থেকে মর্গ পর্যন্ত দেহ নিয়ে যাওয়ার শববাহী যান। ট্রলির পরিবর্তে সেই যানে এখন দেহ নিয়ে যাওয়া হবে। পাশাপাশি, রোগীরা কেমন আছেন, পরিজনেদের সেই তথ্য দিতে দু’জন কর্মীকে নির্দিষ্ট করা হয়েছে। হাসপাতাল চত্বরের কোথাও যাতে কোভিড-বর্জ্য না পড়ে থাকে, তাতেও জোর দেওয়া হচ্ছে।