ফাইল চিত্র।
করোনায় আক্রান্ত হয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন মা ও শিশু। হাসপাতাল সূত্রের খবর, সোমবার বিকেলে হাসপাতালকে না জানিয়েই বাচ্চাকে নিয়ে ধাপায় নিজের বাড়ি চলে যান মা। রাতেই অবশ্য পুলিশ তাঁদের খুঁজে হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতাল সূত্রের খবর, ওই মহিলার দিন কয়েক আগে মেডিক্যালেই প্রসব হয়। এর পরে তিনি ও তাঁর বাচ্চা করোনায় আক্রান্ত হন। পুলিশ জানিয়েছে, এ দিন বাচ্চার ছুটি হয়। কিন্তু ছুটি না পেয়ে মা হাসপাতালকে না জানিয়েই শিশুকে নিয়ে চলে যান। পরে ওই মহিলার খোঁজ না পেয়ে বৌবাজার থানায় নিখোঁজ ডায়েরি করা হয় হাসপাতালের তরফে। মেডিক্যালের সুপার ইন্দ্রনীল বিশ্বাস বলেন, ‘‘বাচ্চার ছুটি হয়ে গেলেও ওই মহিলা নিজের ছুটির কাগজ না নিয়েই বাড়ি চলে যান।’’
প্রসঙ্গত, অতীতে অন্য হাসপাতালে করোনা সন্দেহভাজনকে নমুনা পরীক্ষার পরামর্শ দেওয়া হলেও হাসপাতালে ভর্তির টিকিট হয়ে যাওয়ার পরেই রোগী পালিয়ে গিয়েছিলেন। প্রশ্ন উঠেছে, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কোভিড আক্রান্ত মা কী ভাবে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। এ প্রসঙ্গে সুপার জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)