ফাইল চিত্র।
দমকল কেন্দ্রের ভিতরে কালী মণ্ডপ। প্রতিমাকে পরানো হয়েছে মাস্ক। দমকল কেন্দ্রে প্রবেশ করলেই হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার। বাজি পোড়ানোর ক্ষতিকারক দিক এবং করোনা থেকে বাঁচার উপায় জানিয়ে দমকল কেন্দ্র থেকে নাগাড়ে চলছে মাইকে প্রচার। কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের উল্টো দিকে লালবাজার দমকল কেন্দ্রের কালীপুজোয় এমনই উদ্যোগ দেখা গিয়েছে।
প্রদর্শনীর পাশাপাশি সচেতনতার প্রচারও করা হচ্ছে সেখানে। আগুন থেকে বাঁচতে কী কী করণীয়, কোভিড অতিমারি থেকে বাঁচতে কী ব্যবস্থা নেওয়া দরকার, এ সবই দেখানো হচ্ছে প্রদর্শনীতে। যাঁরাই প্রতিমা দর্শনের পরে ওই প্রদর্শনী দেখতে যাচ্ছেন, তাঁদের হাতেই দেওয়া হচ্ছে লিফলেট আর মাস্ক।
লালবাজার দমকল কেন্দ্রের ওসি তাপস কুশারীর কথায়, “আমাদের কর্মীরাই অর্থ দিয়ে এই কালীপুজোর আয়োজন করছেন।”
অতীতে বড়বাজার, পোস্তা, রবীন্দ্র সরণি ইত্যাদি এলাকায় ঘটে যাওয়া বিভিন্ন অগ্নিকাণ্ডের ছবির কোলাজও ওই প্রদর্শনীতে রাখা হয়েছে। শনিবার বিকেলে সেখানে কয়েকশো পথশিশুর হাতে বই, খাতা, পেনসিল তুলে দেওয়া হয়।