আশুতোষের বাড়ি অধিগ্রহণ ঘিরে বিতর্ক

প্রশাসনের একাংশের কাছেও। প্রশ্ন উঠছে, তবে বাড়িটি অধিগ্রহণের প্রসঙ্গ উঠল কী ভাবে?

Advertisement

অনুপ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২০
Share:

এই বাড়ি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। নিজস্ব চিত্র

ঐতিহ্যশালী একটি বাড়িকে সরকারি অধিগ্রহণ করা নিয়ে কলকাতা পুরসভাকে চিঠি পাঠিয়ে বিতর্ক উস্কে দিল রাজ্য হেরিটেজ কমিশন। ওই চিঠিতে কমিশনের বক্তব্য এবং নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছে বাড়িটির বর্তমান মালিকপক্ষ। তাদের দাবি, সরকারি অধিগ্রহণের বিষয়টি তাদের সম্পূর্ণ অজানা। এ নিয়ে তারা আগ্রহীও নয়। বিষয়টি অজানা পুর

Advertisement

প্রশাসনের একাংশের কাছেও। প্রশ্ন উঠছে, তবে বাড়িটি অধিগ্রহণের প্রসঙ্গ উঠল কী ভাবে?

কলকাতা পুরসভার হেরিটেজ তালিকার গ্রেড টুএ-তে থাকা (যদিও চিঠিতে গ্রেড ওয়ান বলে উল্লেখ করা হয়েছে) শিক্ষাবিদ আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি ঘিরে উঠেছে এই বিতর্ক।

Advertisement

প্রশাসন সূত্রের খবর, সম্প্রতি পুর প্রশাসনের কাছে একটি চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন। তাতে বলা হয়েছে, কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ডের ৭৭, আশুতোষ মুখার্জি রোডের বাড়িটি গ্রেড ওয়ান হেরিটেজ তালিকাভুক্ত। ওই বাড়িতেই বাস করতেন শিক্ষাবিদ তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়।

তাঁর মৃত্যুর অনেক বছর পরে পরিবারের তরফে বাড়িটি আশুতোষ মুখার্জি মেমোরিয়াল ইনস্টিটিউটকে দান করা হয়। এখনও সেখান থেকে ওই প্রতিষ্ঠান নানা কাজকর্ম চালায়। ওই বাড়িতে যে ইনস্টিটিউটটি রয়েছে, চিঠিতে সে কথা উল্লেখ রয়েছে। তাতে আরও বলা হয়েছে, ওই বাড়ির বর্তমান অবস্থার কথা ভেবেই তা সংরক্ষণ এবং সংস্কারের জন্য অধিগ্রহণ করা যেতে পারে।

চিঠিটি লিখেছেন পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের তরফে চেয়ারম্যান শুভাপ্রসন্ন। দিন কয়েক আগে কলকাতা পুরসভায় পাঠানো ওই চিঠি নিয়ে ইতিমধ্যেই খোঁজখবর শুরু করে দিয়েছেন পুরকর্তারা। অথচ আশুতোষ মুখার্জি মেমোরিয়াল

ইনস্টিটিউটের পরিচালকমণ্ডলী এই অধিগ্রহণের বিন্দুবিসর্গ জানে না বলে দাবি করছে। বিষয়টি শুনে ইনস্টিটিউটের সভাপতি তথা আশুতোষ মুখোপাধ্যায়ের নাতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের প্রাথমিক প্রতিক্রিয়া, ‘‘আমরা তো কিছুই জানি না!’’ উল্টে তাঁর প্রশ্ন, ‘‘কেন অধিগ্রহণ করার কথা ভাবা হচ্ছে বলতে পারেন?’’ রাজ্য হেরিটেজ কমিশনের ওই চিঠিতে অবশ্য পুর প্রশাসনকে লেখা হয়েছে, বাড়িটির বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ওই হেরিটেজ ভবনটি সংরক্ষণ এবং সংস্কারের জন্য কলকাতা পুরসভা অধিগ্রহণ করতে পারে। এ ব্যাপারে পুর প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে অনুরোধ করা হয়েছে। সব শুনে চিত্ততোষবাবুর প্রশ্ন, ‘‘বাড়িটি যে সংস্কারের প্রয়োজন, এটা কে ঠিক করল? ওই বাড়ি আশুতোষ মুখার্জি মেমোরিয়াল ইনস্টিটিউটকে আমাদের পরিবার দিয়েছে। সম্পত্তিকর দেয় ইনস্টিটিউট। পুরসভার কাছে সংস্কারের কথাও বলা হয়নি।’’ সেই সঙ্গে তাঁর বক্তব্য, ‘‘বাড়িটি সরকারকে দেওয়ার ইচ্ছেও ইনস্টিটিউটের নেই।’’

শুভাপ্রসন্নের দাবি, ‘‘সরকারের নির্দেশেই পুরসভাকে চিঠি দিয়েছে রাজ্য হেরিটেজ কমিশন। কোন বাড়ি অধিগ্রহণ করা হবে, সেই সিদ্ধান্ত কমিশন নেয় না। এটা কলকাতা পুর এলাকায়, তাই কলকাতা পুরসভাকে চিঠি দেওয়া হয়েছে।’’ এক পুর আধিকারিক জানাচ্ছেন, বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ না করে

কিছু হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement