উড়ে এল কাঠের টুকরো, চুরমার উইন্ডস্ক্রিন

দ্রুত গতিতে ছুটে যাচ্ছে একের পর এক গাড়ি। আচমকাই চলন্ত একটি গাড়ির উইন্ডস্ক্রিনে উড়ে এসে পড়ল একটি কাঠের টুকরো। চালক কোনও মতে গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করালেন। দেখা গেল, কাঠের টুকরোর আঘাতে ভেঙে গিয়েছে উইন্ডস্ক্রিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৪
Share:

মেট্রোর নির্মাণস্থল থেকে গাড়ির উপরে এসে পড়ে এমনই কাঠের টুকরো (চিহ্নিত)। মঙ্গলবার। নিজস্ব চিত্র

দ্রুত গতিতে ছুটে যাচ্ছে একের পর এক গাড়ি। আচমকাই চলন্ত একটি গাড়ির উইন্ডস্ক্রিনে উড়ে এসে পড়ল একটি কাঠের টুকরো। চালক কোনও মতে গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করালেন। দেখা গেল, কাঠের টুকরোর আঘাতে ভেঙে গিয়েছে উইন্ডস্ক্রিন।

Advertisement

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ই এম বাইপাসের অজয়নগরের কাছে। নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে মেট্রোর কাজ চলছে প্রায় গোটা বাইপাস জুড়েই। এ দিন অজয়নগরের কাছেও ওই কাজ চলছিল। সেখান থেকেই কাঠের টুকরোটি ছিটকে এসে ওই গাড়ির উইন্ডস্ক্রিনে পড়ে। গাড়ির কাচ ভেঙে গেলেও চালক ও যাত্রীরা সকলে অক্ষতই রয়েছেন। ঘটনার পরেই চালক শেখ সিরাজউদ্দিন সিংহবাড়ির মোড়ে থাকা পূর্ব যাদবপুর থানার ট্র্যাফিক পুলিশ অফিসারদের বিষয়টি বিস্তারিত জানান। যদিও রাত পর্যন্ত ওই চালক থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। ঘটনার পরেই মেট্রোর ওই সাইটে থাকা দুই ইঞ্জিনিয়ারকে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, বাইপাসের কোনও অংশে কাজ হলে তা পুলিশকে জানিয়ে করতে হয়। পুলিশ সেই মতো সুরক্ষার স্বার্থে ওই এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করে। কিন্তু পুলিশের দাবি, এ দিন অজয়নগরের কাছে ওই এলাকায় যে মেট্রোর কাজ করা হবে, নির্মাণ সংস্থা তা আগে থেকে তাদের জানায়নি। পরে সিরাজউদ্দিন জানান, ক্যানিংয়ের তালদি থেকে তিনি মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের হাওড়ার রানিহাটিতে নিয়ে যাচ্ছিলেন। সেখানেই আবাসিক স্কুলে থাকে ওই পরীক্ষার্থীরা।

Advertisement

পুলিশের একাংশ জানিয়েছে, এই ঘটনা নতুন নয়। এর আগেও বাইপাস সংলগ্ন একটি থানার ওসি-র গাড়িতে মেট্রোর কাজের জন্য ব্যবহৃত সামগ্রী এসে পড়েছিল। সে বারও অল্পের জন্য রক্ষা পান চালক এবং ওই ওসি। মেট্রো কর্তৃপক্ষকে বলা হয়েছিল ব্যবস্থা নিতে। তা সত্ত্বেও তাঁরা কিছু করেননি বলে এ দিন পুলিশের

একাংশের অভিযোগ।

পুলিশ সূত্রের খবর, বাইপাসের উপরেই তৈরি হচ্ছে বেশ কয়েকটি মেট্রো স্টেশন। যে সমস্ত এলাকায় কাজ হচ্ছে, সেখানে জাল বিছিয়ে রাখার কথা, যাতে নির্মাণ সামগ্রী নীচে না পড়ে। কিন্তু সর্বত্র সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ।

এ প্রসঙ্গে কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ঠিকাদার সংস্থা এক্সপ্যানশন জয়েন্ট বসাচ্ছিল। একটি ছোট কাঠের টুকরো গাড়ির কাচে এসে পড়ে। ওই সংস্থাকে কাজ করার ক্ষেত্রে আরও সতর্ক হতে বলা হয়েছে। তবে গাড়ির চালক কোনও

অভিযোগ করেননি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement