Viral Video

ব্যাগ ছিনতাই করতে গিয়ে মাঝরাস্তায় ‘আদর’! চোরকে চুমুই খেয়ে বসলেন তরুণী

ফুটপাথ ধরে একা হেঁটে যাচ্ছিলেন এক তরুণী। রাস্তা ফাঁকা পেয়ে তরুণীর কাঁধের ব্যাগটি নিয়ে ছুটে পালানোর চেষ্টা করেন এক তরুণ। কিন্তু তরুণী সঙ্গে সঙ্গে ব্যাগটি ধরে টানাটানি শুরু করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১০:২২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছিলেন এক তরুণী। তাঁর পরনে মিনি স্কার্ট এবং‌ ক্রপ টপ। কাঁধে একটি ব্যাগও ছিল তাঁর। রাস্তায় লোকজন, গাড়িঘোড়া কিচ্ছুটি নেই। একেবারেই শুনশান। সুযোগ বুঝে পিছন থেকে তরুণীর দিকে এগিয়ে গেলেন এক তরুণ। কয়েক সেকেন্ডের মধ্যে তরুণীর কাঁধের ব্যাগ ছিনিয়ে পালানোর উপক্রম করলেন। কিন্তু ব্যাগ চুরি করবেন কী! তরুণী তো তাঁকে আদরই করে বসলেন। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘কাঁচা আম’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি সিসিটিভি ফুটেজ ভিডিয়ো আকারে পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, ফুটপাথ ধরে একা হেঁটে যাচ্ছেন এক তরুণী। রাস্তা ফাঁকা পেয়ে তরুণীর কাঁধের ব্যাগটি নিয়ে ছুটে পালানোর চেষ্টা করেন এক তরুণ। কিন্তু তরুণী সঙ্গে সঙ্গে ব্যাগটি ধরে টানাটানি শুরু করেন। তরুণের সঙ্গে ব্যাগ নিয়ে খানিক ক্ষণ লড়াইও হয় তাঁর। কিন্তু সেই লড়াই বেশি ক্ষণ চালাতে পারেন না তরুণী। তাঁর হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নেন ওই তরুণ। মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েন তরুণী। তরুণীকে দেখে থেমে যান তরুণও।

ব্যাগ নিয়ে সেখান থেকে আর পালাতে পারেন না তিনি। তার পর একে অপরের দিকে এগিয়ে যান তাঁরা। পালিয়ে না গিয়ে তরুণীকে তাঁর ব্যাগ ফেরত দিতে দেখা যায় তরুণকে। ব্যাগ নিয়ে আবার কাঁধে চাপিয়ে দেন তরুণী। কিন্তু এ কী! চোরকে উত্তম-মধ্যম দেওয়ার পরিবর্তে তিনি আরও ঘনিষ্ঠ হতে শুরু করেন তরুণের সঙ্গে। ফুটপাথে দাঁড়িয়েই একে অপরের ঠোঁটে ঠোঁট রাখেন তাঁরা। ঘটনাটি কোথাকার সে বিষয়ে কিছু জানা যায়নি।

Advertisement

তবে ভিডিয়োটি দেখে মজাদার মন্তব্য করতে পিছপা হননি নেটাগরিকদের অধিকাংশ। এক নেটব্যবহারকারী বলেন, ‘‘চোরটি মনে হয় ওই তরুণীর পুরনো প্রেমিক। হঠাৎ চিনতে পেরে পুরনো ভালবাসা জেগে উঠেছে।’’ আবার এক জন মন্তব্য করেন, ‘‘তরুণীকে দেখে চোর চুরি করতেই ভুলে গেল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement