Jadavpur University

অফিসারের মেয়াদ বৃদ্ধি নিয়ে জটিলতা যাদবপুরে

গৌরকৃষ্ণ ৩১ অক্টোবর অবসর নেন। মঙ্গলবার তাঁর কাজের মেয়াদ এক বছর বাড়িয়েছে উচ্চশিক্ষা দফতর। বুধবার সকালে তিনি কাজে যোগ দেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁকে বারণ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ০৭:২৯
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ফিনান্স অফিসার গৌরকৃষ্ণ পট্টনায়কের কাজের মেয়াদ বৃদ্ধির বিষয়টির সমাধান বৃহস্পতিবারও হয়নি। মেয়াদ বৃদ্ধির দাবিতে শিক্ষক সমিতি (জুটা) এ দিন রেজিস্ট্রারকে স্মারকলিপি দেয়। নতুন ফিনান্স অফিসার নিয়োগের যে বিজ্ঞপ্তি বুধবার জারি হয়েছিল, এ দিন তা স্থগিত হয়েছে। এ বিষয়ে উচ্চশিক্ষা দফতরের ব্যাখ্যা চাইতে এ দিন রেজিস্ট্রার বিকাশ ভবনেও যান।

Advertisement

গৌরকৃষ্ণ ৩১ অক্টোবর অবসর নেন। মঙ্গলবার তাঁর কাজের মেয়াদ এক বছর বাড়িয়েছে উচ্চশিক্ষা দফতর। বুধবার সকালে তিনি কাজে যোগ দেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁকে বারণ করেন। যদিও অক্টোবরে শেষ কর্মসমিতির বৈঠকে তাঁর মেয়াদ ছ’মাস বাড়াতে উচ্চশিক্ষা দফতরে আবেদন করার সিদ্ধান্ত হয়। বুধবার রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, গৌরকৃষ্ণ অবসরকালীন প্রাপ্য টাকা পেয়ে গিয়েছেন। তাঁর কাজের দায়িত্ব যুগ্ম ফিনান্স অফিসারকে দেওয়া হয়েছে। এখন কী করণীয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় আইনি পরামর্শ নিচ্ছে। উচ্চশিক্ষা দফতরের কাছেও বিষয়টি ভাল ভাবে জানতে চওয়া হবে।

জুটা-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, ‘‘মেয়াদ বৃদ্ধির সরকারি আদেশনামা থাকা সত্ত্বেও কাজে যোগদান আটকানো বেআইনি।’’ নতুন ফিনান্স অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিও তোলা হয়। রেজিস্ট্রার এ দিন বলেন, ‘‘গৌরকৃষ্ণকে চিঠি দিয়ে অপেক্ষা করতে বলেছি। উচ্চশিক্ষা দফতর কী ব্যাখ্যা দেয়, তা জেনে ওঁকে জানাব বলেছি।’’

Advertisement

নতুন ফিনান্স অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি আপাতত স্থগিত রাখা হয়েছে বলে রেজিস্ট্রার জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement