ট্র্যাফিক পুলিশদের জন্য জলের বোতল, ছাতা দিচ্ছেন বিনীত গোয়েল। নিজস্ব চিত্র।
সম্প্রতি বেহালা, লেক গার্ডেনস, বাঁশদ্রোনির ঘটনায় যুক্তদের কাউকে রেয়াত করা হবে না। বৃহস্পতিবার সকালে এমনটাই জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি জানান, পুলিশ দুষ্কৃতীদের উপর বিশেষ নজর রাখছে। পাশাপাশি দুষ্কৃতীদের কাছে থাকা অস্ত্র উদ্ধারেও যথেষ্ট তৎপর হয়েছে পুলিশ বাহিনী। কিছু কিছু ঘটনায় ব্যবহৃত অস্ত্র ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
পুলিশ কমিশনার বলেন, ‘‘শহরে যখনই অপরাধ ঘটেছে, পুলিশকর্তারা সেখানেই হস্তক্ষেপ করেছেন। সব ঘটনাতেই পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তদের গ্রেফতার করেছে। এমন কোনও ঘটনার নজির নেই যেখানে কাউকে গ্রেফতার করা হইনি। সব অপরাধীই ধরা পড়বে। সবটাই কলকাতা পুলিশের নজরে আছে। কলকাতা পুলিশ কোনও অপরাধ হতে দেবে না।’’
কসবা অপহরণ-কাণ্ড নিয়েও মন্তব্য করেন পুলিশ কমিশনার। বিনীত জানান, বুধবার রাতে খবর পাওয়ার পরই পুলিশ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ সবসময় নাগরিকদের পাশে আছে বলেও উল্লেখ করেন পুলিশ কমিশনার।
বৃহস্পতিবার সকালে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের ট্র্যাফিক পুলিশদের জন্য জলের বোতল, ছাতা দিতে আসেন বিনীত। সেখানে এসেই বিনীত এই কথা জানান।