Death

ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দোষীদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ নিয়ে রবীন্দ্র নগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। রাতে দেহ সৎকার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২০ ০২:৫২
Share:

প্রতীকী চিত্র।

এক কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ দায়ের করল তাঁর পরিবার।মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্রনগর থানা এলাকার গঙ্গার ধার থেকে ওই পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম জয় দত্ত (২২)। পুলিশ জানিয়েছে, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহের ময়না-তদন্ত হয়েছে।

Advertisement

বেহালা কলেজের প্রথম বর্ষের ছাত্র জয়ের মামার বাড়ি ওই থানা এলাকারই দত্ত বাগানে। পরিবার সূত্রের খবর, খুব ছোট বয়সে তাঁর বাবা-মা মারা যান। দিদিমা ও মামারাই জয়কে মানুষ করেছেন। লকডাউন শুরুর পর থেকে বাড়ি থেকে বেশি বেরোতেন না জয়। ঘটনার দিন দুপুরে ব্যাঙ্কে কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বিকেলেও না ফেরায় তাঁর বন্ধুদের ফোন করে খোঁজ শুরু করেন পরিজনেরা। জয়ের মামা বিকাশ সাউ বলেন, “বিকেলে একটি মেয়ে ফোন করে জানায়, গঙ্গার ধারে জয়কে পাওয়া যেতে পারে। ওখানে খোঁজ করতে। সেখানে গিয়ে দেখি, জয়ের দেহ পড়ে আছে। আমার ভাগ্নেকে খুন করা হয়েছে। পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছি।”

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দোষীদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ নিয়ে রবীন্দ্র নগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। রাতে দেহ সৎকার করা হয়।রবীন্দ্রনগর থানা সূত্রে জানা গিয়েছে, জয়ের পরিবার মেয়েটির ফোন নম্বর-সহ লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ওই মেয়েটির খোঁজ করছে। জয়ের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছু সূত্র মিলেছে। যার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত বলে তদন্তকারীদের অনুমান। এক তদন্তকারী অফিসার বলেন, “ময়না-তদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement