Mamata Banerjee

Mamata Banerjee: গঙ্গাসাগরে বেশি লোক পাঠাবেন না, হাই কোর্টের কড়াকড়ি আছে, বাবুঘাটে বললেন মমতা

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘বিহার, উত্তরপ্রদেশ থেকে যারা আসছেন, তাদের স্বাগত জানাই। কিন্তু সবাই প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৯:২৮
Share:

বাবুঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলায় ছাড় দিয়েছে কলকাতা হাই কোর্ট। বুধবার বাবুঘাটে গঙ্গাসাগর যাত্রী মানুষের সঙ্গে দেখা করে আদালতের শর্ত পালনের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বললেন, ‘‘গঙ্গাসাগরে বেশি লোক পাঠাবেন না, হাইকোর্টের কড়াকড়ি আছে, হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে, তা মেনে চলতে হবে।’’

Advertisement

করোনা আবহে গঙ্গাসাগর মেলা বন্ধের আর্জি নিয়ে হাই কোর্টে মামলা হয়েছিল। সেই মামলায় মেলা বন্ধ না করলেও একাধিক শর্ত দেয় আদালত। কলকাতার বাবুঘাট থেকেই মূলত গঙ্গাসাগরের পথে রওনা দেন দর্শনার্থীরা। বুধবার সেই ট্রানজিট ক্যাম্পে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত মেলাযাত্রীদের উদ্দেশ করে মুখ্যমন্ত্রী একাধিক সচেতনতার বার্তা দেন। বলেন, ‘‘বিহার, উত্তরপ্রদেশ থেকে যারা আসছেন, তাদের স্বাগত। কিন্তু সবাই প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। কারও কাশি হলেই পরীক্ষা করুন, কোর্টের নির্দেশ মেনে চলুন। এমন কিছু করবেন না, যাতে পরিস্থিতি খারাপ হয়।’’

Advertisement

দর্শনার্থীদের সচেতন করতে মমতা আরও বলেন, ‘‘সবাই মাস্ক পরুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, এখানে ওখানে থুতু ফেলবেন না। পারলে ডবল মাস্ক পরুন।’’ তাঁর কথায়, ‘‘যাতে আপনিও সুস্থ থাকেন, আপনার বন্ধুও সুস্থ থাকতে পারেন। করোনা রুখতে আমাদের দেখতে হবে যাতে আমরা সব নিয়মবিধি মেনে চলি।’’

করোনা আবহে যে মেলার স্বেচ্ছাসেবক পেতেও সমস্যা হচ্ছে, তার ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গঙ্গাসাগরে এখন ভয়ে কেউ স্বেচ্ছাসেবীর কাজ করতে যাচ্ছেন না। ২০-৩০ লক্ষ পুণ্যার্থী আসেন, কতজনের পরীক্ষা করবেন? তাই পরিস্থিতি খুব কঠিন, সবাই কোর্টের নির্দেশ মেনে চলুন।’’ পাশাপাশি মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘‘আমরা ২ বছর কোভিডকে জয় করেছি, এবারও হারাতে পারব।’’

প্রসঙ্গত, গঙ্গাসাগর যাত্রীদের জন্য বিমার ব্যবস্থা করা হয়েছে বলেও বুধবার বাবুঘাটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement