প্রতীকী ছবি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
দুই দলের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় প্রিন্স আনোয়ার শাহ রোড লাগোয়া বড়বাগান বস্তি এলাকা। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চলে দফায় দফায় সংঘর্ঘ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে ওই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবারই তাঁদের আদালতে তোলা হবে। স্থানীয় সূত্রে খবর, ওই ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর বলেও দাবি।
স্থানীয় সূত্রে খবর, এলাকা দখলকে কেন্দ্র করে দুই দুষ্কৃতী দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। অশান্তি বাড়তে থাকায় পুলিশে খবর দেওয়া হয়। ক্রমে চারু মার্কেট, যাদবপুর, টালিগঞ্জ, গল্ফ গ্রিন থানার পুলিশ আসে। কিন্তু তখনও পরিস্থিতি উত্তপ্ত থাকায় লালবাজারে খবর দেওয়া হয়। লালবাজার থেকেও পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় নিয়মিত ভাবে সাট্টা ও জুয়ার কারবার চলে। তার সঙ্গে চলে তোলাবাজিও। তাঁদের দাবি, প্রয়সই একে অপরের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তোলে দু’ পক্ষ। বৃহস্পতিবার রাতে তেমন ভাবেই সংঘর্ষ শুরু হয় বলে এলাকার বাসিন্দাদের দাবি। রাত ২টো পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুষ্কৃতীরা ইট-বাঁশ নিয়ে পুলিশের দিকেও তেড়ে যায় বলে অভিযোগ। পরে র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
কেন অশান্তি এত বড় আকার নিল, তা তদন্ত করে দেখছে লালবাজার।