‘যৌন হেনস্থা’, ধৃত সিভিক ভলান্টিয়ার

পুলিশ জানিয়েছে, শনিবারের ওই ঘটনার পরে হোয়াটস্‌অ্যাপে ওই সিভিক ভলান্টিয়ারের সঙ্গে কথা চালিয়ে যান ওই মহিলা। সেখানে অভিযুক্তের থেকে সমস্ত ঘটনা কবুল করিয়ে নেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ ০২:২৪
Share:

প্রতীকী ছবি।

পাসপোর্টের জন্য আবেদন করার পরে সমস্ত নথি ঠিক আছে কি না (ডিআইবি ভেরিফিকেশন), তা যাচাই করতে বাড়িতে গিয়েছিল এক সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, দ্রুত পাসপোর্ট পাইয়ে দেওয়ার অছিলায় আবেদনকারীর স্ত্রীর যৌন হেনস্থা করে সে। হোয়াটস্‌অ্যাপে ওই মহিলাকে অশ্লীল মেসেজও পাঠানো হয় বলে অভিযোগ। মহিলার অভিযোগের ভিত্তিতে ফিরোজ হুসেন নামে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। বুধবার বারাসত আদালতে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।

Advertisement

পুলিশ সূত্রের খবর, সম্প্রতি পাসপোর্টের জন্য আবেদন করেন মধ্যমগ্রামের বীরেশপল্লির এক বাসিন্দা। সেই সংক্রান্ত নথি যাচাইয়ের জন্য শনিবার তাঁর বাড়ি যায় মধ্যমগ্রাম থানার ওই সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, নথি ফোটোকপি করিয়ে আনার নাম করে ওই ব্যক্তিকে বাইরে পাঠিয়ে তাঁর স্ত্রীকে হেনস্থা করা হয়। সোমবার থানায় যান ওই মহিলা।

পুলিশ জানিয়েছে, শনিবারের ওই ঘটনার পরে হোয়াটস্‌অ্যাপে ওই সিভিক ভলান্টিয়ারের সঙ্গে কথা চালিয়ে যান ওই মহিলা। সেখানে অভিযুক্তের থেকে সমস্ত ঘটনা কবুল করিয়ে নেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই মহিলা। তদন্তকারী সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে তোলপাড় হয় সেখানেও। এর পরেই পুলিশ মধ্যমগ্রামের আবদালপুরের বাসিন্দা ফিরোজকে গ্রেফতার করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement