বৃষ্টিতে স্বস্তি শহরবাসীর

তপ্ত গরমে অবশেষে স্বস্তির বৃষ্টি নামল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ ঝড়বৃষ্টি শুরু হয়। হাওয়া অফিস সূত্রের খবর, এ দিন দুপুরের দিকে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া ও ঝাড়খণ্ডের উপরে ছোট ছোট বজ্রগর্ভ মেঘপুঞ্জ সৃষ্টি হতে শুরু করে। পরে সেটি বর্ধমান, হাওড়া, হুগলি,এবং কলকাতা সংলগ্ন এলাকার উপরে উড়ে আসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ১৭:৩৭
Share:

তপ্ত গরমে অবশেষে স্বস্তির বৃষ্টি নামল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ ঝড়বৃষ্টি শুরু হয়।

Advertisement

হাওয়া অফিস সূত্রের খবর, এ দিন দুপুরের দিকে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া ও ঝাড়খণ্ডের উপরে ছোট ছোট বজ্রগর্ভ মেঘপুঞ্জ সৃষ্টি হতে শুরু করে। পরে সেটি বর্ধমান, হাওড়া, হুগলি,এবং কলকাতা সংলগ্ন এলাকার উপরে উড়ে আসে। দক্ষিণ বঙ্গের উপরে জমে থাকা ছোট ছোট মেঘপুঞ্জের সঙ্গে মিশে গিয়ে পরে বড় আকার ধারন করে। তার জেরেই এই ঝড়বৃষ্টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement