নর্দমায় পড়ে শিশুর মৃত্যু

স্থানীয়েরা জানান, কামারহাটির ষষ্ঠীতলার বাসিন্দা সাহেব আলি ও সুলতানা পরভিনের একমাত্র মেয়ে সানায়া পরভিন। অন্য দিনের মতো সোমবারও বিটি রোড সংলগ্ন বিদ্যাসাগর কলোনিতে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল সানায়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০২:৩০
Share:

মর্মান্তিক: সাঁকোর এই ফাঁক গলে পড়ে যায় সানায়া। নিজস্ব চিত্র

আত্মীয়দের বাড়িতে এসে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছিল দু’বছরের শিশুকন্যাটি। খোঁজাখুঁজির পরে বাড়ি থেকে কিছুটা দূরে একটি নিকাশি নালায় ভাসতে দেখা গেল তাকে। নালা থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে ওই শিশুকে মৃত বলে ঘোষণা করা হয়। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কামারহাটিতে।

Advertisement

স্থানীয়েরা জানান, কামারহাটির ষষ্ঠীতলার বাসিন্দা সাহেব আলি ও সুলতানা পরভিনের একমাত্র মেয়ে সানায়া পরভিন। অন্য দিনের মতো সোমবারও বিটি রোড সংলগ্ন বিদ্যাসাগর কলোনিতে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল সানায়া। সেখানে আর একটি শিশুর সঙ্গে খেলছিল সে। সন্ধ্যা ৭টা নাগাদ তাকে আর দেখতে না পেয়ে সকলে খুঁজতে শুরু করেন। সেই সময়ে অন্য শিশুটি জানায়, বাড়ির সামনে বড় নিকাশি নালার উপরে থাকা বাঁশের সাঁকো থেকে সানায়া নীচে পড়ে গিয়েছিল। বিটি রোড থেকে ওই কলোনিতে ঢুকতে কয়েকটি বাঁশের সাঁকো রয়েছে। সাঁকো ও দোকানের পাশে থাকা ফাঁকা জায়গা দিয়েই নালায় পড়ে গিয়েছিল সানায়া।

স্থানীয় বাসিন্দা বিমান মণ্ডল বলেন, ‘‘সকলে মিলে নিকাশি নালায় নেমে খুঁজতে শুরু করি। ওই বাড়ি থেকে কিছুটা দূরেই শিশুটিকে ভাসতে দেখা যায়।’’ শিশুটির পরিবারের তরফে পুলিশের কাছে কোনও অভিযোগ জানানো হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement