চেতলা অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী। —নিজস্ব চিত্র।
মহালয়ার দিন ফি বছরের মতো এ বছরও দুর্গাপুজোর উদ্বোধন শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার একের পর এক পুজো মণ্ডপ উদ্বোধন করেন তিনি। এ ছাড়া প্রতি বারের মতো এ বারও চেতলা অগ্রণী ক্লাবের পুজোতে প্রতিমার চক্ষুদান করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কোভিড বিধি মানার জন্যও পুজো কমিটিগুলিকে অনুরোধ করেন তিনি।
মঙ্গলবার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেন মমতা। যোধপুর পার্ক, বাবুবাগান, নাকতলা উদয়ন সঙ্ঘ, সেলিমপুর পল্লী ও চেতলা অগ্রণী-সহ একের পর এক পুজো মণ্ডপে যান তিনি। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত চেতলা অগ্রণী। ওই মণ্ডপে প্রতি বার প্রতিমার চোখ আঁকেন মমতা। মঙ্গলবার সন্ধেয় সেখানে গিয়ে প্রতিমার চক্ষুদান করেন তিনি।
পুজো মণ্ডপগুলির জন্য সোমবার একগুচ্ছ নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। মঙ্গলবার পুজো উদ্বোধনে গিয়ে প্রায় প্রতিটি মণ্ডপে স্বাস্থ্যবিধি নিয়ে সতর্কতার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর পরামর্শ, করোনা সংক্রমণ এখনও যায়নি। টিকার দ্বিতীয় ডোজ নিয়েও অনেকের করোনা হচ্ছে। ফলে দর্শনার্থীদের সবাই যাতে মাস্ক ব্যবহার করেন তা নিশ্চিত করতে হবে। যাঁদের মাস্ক নেই কমিটির সদস্যরা তাঁদের জন্য মাস্কের বন্দোবস্ত রাখবেন।