প্রতীকী ছবি।
প্রতারণার অভিযোগে রবিবার দক্ষিণ কলকাতার লেক থানা এলাকায় এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম গোবিন্দ অগ্রবাল।
পুলিশ সূত্রে খবর, আয়কর দফতর হানা দেবে এই ভয় দেখিয়ে বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ীদের কাছ থেকে কালো টাকা নিয়ে তা সাদা করে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিতেন অভিযুক্ত। বহু দিন ধরেই এই সব প্রতারণা করে চলেছিলেন ধৃত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।
২০১৮ সালে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয় হেয়ার স্ট্রিট থানায়।
আরও পড়ুন: মাছি তাড়াচ্ছে হল, বন্ধ হয়ে গেল মেনকা, প্রিয়া, প্রাচী, জয়ার মতো সিঙ্গল স্ক্রিন
আরও পড়ুন: দু’এক দিনেই মেঘ কেটে শীত-শীত আমেজ ফিরে আসবে হাওয়ায়
পুলিশ জানিয়েছে, দু’বছর আগে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলার সূত্রেই এ দিন লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররা গ্রেফতার করেন ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে। কত জনের সঙ্গে অভিযুক্ত প্রতারণা করেছেন, এখন তার খোঁজখবর নেওয়া হচ্ছে।