Kinjarapu Ram Mohan Naidu

বিমানবন্দরের শতবর্ষের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু কিঞ্জারাপু কলকাতা বিমানবন্দরের শতবর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে স্মারক মুদ্রা এবং ডাকটিকিট প্রকাশ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১০:১৩
Share:

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু কিঞ্জারাপু। ছবি: সংগৃহীত।

দেশের অন্যতম প্রাচীন বিমানবন্দর হিসাবে কলকাতা যে ভাবে গুরুত্ব ও প্রাসঙ্গিকতা ধরে রেখেছে, তার ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু কিঞ্জারাপু। কলকাতা বিমানবন্দরের শতবর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার তিনি স্মারক মুদ্রা এবং ডাকটিকিট প্রকাশ করেন। এই বিমানবন্দরে ঘণ্টায় ৩৫টি বিমানের জায়গায় এখন ৪৫টি বিমান ওঠানামা করতে পারে। রানওয়ে ছাড়াও ট্যাক্সিওয়ে বাড়ানোর ফলে প্রশস্ত চেহারার বিমানও এখানে ওঠানামা করতে পারে। সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ দ্রুত সম্পন্ন করার উপরে জোর দেন মন্ত্রী। সেটি তৈরি হলে বছরে সাড়ে চার কোটি যাত্রী বিমানবন্দর ব্যবহার করার সুযোগ পাবেন। এখন বছরে যাত্রী হয় ২.৩ কোটি। এ দিন কলকাতা থেকে লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিসের মতো আন্তর্জাতিক গন্তব্যে যাতে ফের উড়ান পরিষেবা শুরু করা যায়, সে জন্য মন্ত্রীর কাছে আবেদন জানান বিমানবন্দরের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান, সাংসদ সৌগত রায়। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার অধীনে নতুন টার্মিনাল-সহ উন্নয়নের কাজ করা গিয়েছে, তা-ও জানান তিনি। এ দিন উপস্থিত ছিলেন দফতরের রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মোহলও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement