Kolkata Police

থানার খবর জানতে সিসিটিভির সঙ্গে যোগ ওসির মোবাইলের

কলকাতা পুলিশের সব থানাতেই নজরদারির জন্য ২০-২৫টি করে ক্যামেরা রয়েছে, যার ছবি থানা এবং ডিভিশন অফিস থেকে স্ক্রিনে দেখা যায়।

Advertisement

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ০৯:২৯
Share:

—প্রতীকী চিত্র।

থানার ভিতরে কী হচ্ছে, তা এখন থেকে সরাসরি নিজেদের মোবাইলেই দেখতে পাবেন ওসিরা। পুলিশ সূত্রের খবর, থানার মধ্যে নজরদারির জন্য যে সিসি ক্যামেরা রয়েছে, তার ছবি সরাসরি যে কোনও জায়গা থেকে মোবাইলে দেখতে পাবেন ওসি-রা। পাশাপাশি, থানায় কর্তব্যরত পুলিশকর্মীদের কথাও শুনতে পাবেন। ফলে, থানায় কোনও সমস্যা হলে তার সমাধানে চটজলদি নির্দেশ দিতে পারবেন তাঁরা। এতে থানায় থাকা অফিসার ও কর্মীদের ফাঁকি দেওয়া বন্ধের সঙ্গে সঙ্গে অভিযোগকারীদের সঙ্গে তাঁদের দুর্ব্যবহার করার আশঙ্কাও কমবে বলে আশা পুলিশকর্তাদের।

Advertisement

কলকাতা পুলিশের সব থানাতেই নজরদারির জন্য ২০-২৫টি করে ক্যামেরা রয়েছে, যার ছবি থানা এবং ডিভিশন অফিস থেকে স্ক্রিনে দেখা যায়। তা দিয়েই এখন নজরদারি চলে। কিছু ক্ষেত্রে লালবাজার থেকেও থানার ছবি সরাসরি দেখতে পাওয়া যায়। তবে এত দিন রাস্তায় কর্তব্যরত অবস্থায় বা বাড়িতে থাকাকালীন থানার খবর জানতে অন্য অফিসারদের উপরে নির্ভর করতে হত ওসিদের। নতুন ব্যবস্থায় যে কোনও জায়গা থেকেই সরাসরি মোবাইলে থানার বর্তমান পরিস্থিতি দেখে নিতে পারবেন তাঁরা।

লালবাজারের জানিয়েছে, এ জন্য থানার ওসিরা তাঁদের স্মার্টফোনে একটি বিশেষ অ্যাপ ডাউনলোড করেছেন। যার সাহায্যে যে কোনও জায়গায় বসেই নিজের আওতাধীন এলাকা বা থানার পরিস্থিতি দেখতে পারবেন তাঁরা। সূত্রের খবর, ওই অ্যাপের সঙ্গে আপাতত থানার সিসিটিভির ফুটেজ জুড়ে দেওয়া হয়েছে। কিছু থানার ওসি আবার নিজের এলাকার সিসিটিভি ফুটেজও জুড়ে দিয়েছেন। ফলে এলাকার সব কিছুই তাঁরা একসঙ্গে দেখে নিতে পারছেন। লালবাজারের এক কর্তা জানান, বেশ কিছু থানার ওসি এই পদ্ধতি মেনে থানার অন্য অফিসারদের উপরে নজরদারি চালাচ্ছেন। আশা করা হচ্ছে, বাকিরাও একই পথে হাঁটবেন।

Advertisement

কিন্তু মোবাইলে থানার ফুটেজ দেখার প্রয়োজন কেন পড়ল? একটি থানার আধিকারিক জানান, তাঁর পক্ষে সব সময়ে থানায় থাকা সম্ভব হয় না। অথচ থানায় থাকা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে নানা বিষয়ে গাফিলতির অভিযোগ উঠছিল। তাই নজরদারি চালাতে এই পন্থার আশ্রয় নিতে হয়েছে। এতে ডিউটিরত অবস্থায় থাকা পুলিশকর্মীরা কী করছেন বা কী বলছেন, সবটাই মোবাইলের মাধ্যমে নজরে রাখতে পারছেন ওসি-রা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement