Murder

Murder: সার্ভে পার্কে দম্পতির অস্বাভাবিক মৃত্যু, আগের পক্ষের বিয়ে নিয়ে বিবাদের জেরেই কি খুন

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বছর দুয়েক আগে শ্যামল ও শেফালির বিয়ে হয়। এর আগে শেফালির একটি বিয়ে ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ০৭:০৬
Share:

প্রতীকী ছবি।

ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কাটার পরে আত্মঘাতী হয়েছেন স্বামী। সার্ভে পার্ক এলাকায় এক দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে এমনটাই জেনেছেন তদন্তকারীরা। একই সঙ্গে পুলিশ জানতে পেরেছে, মৃত যুবতীর শরীরের নীচের অংশে বেশি ক্ষতচিহ্ন মিলেছে। সবই ধারালো অস্ত্রের আঘাত। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছেন তদন্তকারীরা।

Advertisement

বৃহস্পতিবার সার্ভে পার্ক থানা এলাকার কালিকাপুর সর্দারপাড়ায় একটি তেতলা বাড়ির একতলার দরজা ভেঙে শ্যামল রায় ওরফে জ্যাকি (৩২) এবং শেফালি খাতুনের (৩০) দেহ উদ্ধার করে পুলিশ। সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় শ্যামলের দেহ। অচৈতন্য এবং রক্তাক্ত অবস্থায় শেফালির দেহ পড়ে ছিল খাটে। মাস দুয়েক আগে ওই বাড়িতে ভাড়া এসেছিলেন তাঁরা। শ্যামলের বাড়ি সন্তোষপুরে, শেফালি মুর্শিদাবাদের তালগ্রামের বাসিন্দা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বছর দুয়েক আগে শ্যামল ও শেফালির বিয়ে হয়। এর আগে শেফালির একটি বিয়ে ছিল। সেই পক্ষের একটি সন্তানও রয়েছে তাঁর। যার সঙ্গে মাঝেমধ্যে দেখা করতে যেতেন শেফালি। তদন্তকারীরা জেনেছেন, প্রথম পক্ষের সন্তানের সঙ্গে দেখা করা এবং পুরনো বিয়ে নিয়ে শেফালির সঙ্গে মাঝেমধ্যে অশান্তি হত শ্যামলের। পুলিশের অনুমান, বৃহস্পতিবার রাতে সেই অশান্তিই চরম আকার নেয়। আগে থেকে কিনে রাখা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করেন শ্যামল। মৃত্যু নিশ্চিত হতে নিজে ওড়নার ফাঁস গলায় দিয়ে আত্মঘাতী হন।

Advertisement

পুলিশ সূত্রের খবর, শুক্রবার শেফালির পরিবারের লোকজন সার্ভে পার্ক থানায় যোগাযোগ করেন। তাঁরা শেফালিকে খুন করার অভিযোগ এনেছেন। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শেফালিকে খুনের অভিযোগে খুনের মামলাও রুজু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement