Dharmatala

বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম পুলিশ

চালক গতি বাড়িয়ে পালাতে চেষ্টা করেন। তখনই গাড়িটি আটকানোর চেষ্টা করেন রবিবাবু। বেপরোয়া গতির গাড়িটি সোজা গিয়ে তাঁকে ধাক্কা মারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ০১:৪০
Share:

প্রতীকী ছবি।

Advertisement

মাঝে মাত্র তিন দিনের ব্যবধান। ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হলেন কর্তব্যরত এক পুলিশকর্মী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হেয়ার স্ট্রিট থানা এলাকার ধর্মতলা মোড়ে। আহত পুলিশকর্মীর নাম রবি সরকার। তিনি হেয়ার স্ট্রিট থানারই গাড়িচালক। গুরুতর জখম অবস্থায় ওই রাতেই রবিবাবুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তাঁর বুকে ও পায়ে আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রের খবর। শুক্রবার বিকেল পর্যন্ত অভিযুক্ত গাড়িচালকের খোঁজ মেলেনি। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি চিহ্নিত করেছে পুলিশ।

Advertisement

এর আগে গত মঙ্গলবার ডিউটি করার সময়ে বেপরোয়া মোটরবাইক আটকাতে গিয়ে সেটির ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন যাদবপুর ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট অমিতাভ দাস। তারও আগে পর্ণশ্রীতে নাকা তল্লাশির সময়ে বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় জখম হয়েছিলেন এক অফিসার।

পুলিশ সূত্রের খবর, বেপরোয়া গাড়ি এবং বাইক আটকাতে রাতের শহরে রাস্তায় গার্ডরেল দিয়ে নাকা তল্লাশির জন্য থানাগুলিকে নির্দেশ দিয়েছেন পুলিশকর্তারা। সেই মতো বৃহস্পতিবার রাতে ধর্মতলা মোড়ে নাকা তল্লাশি চলছিল। ডিউটিতে ছিলেন পুলিশ অফিসার-সহ একাধিক পুলিশকর্মী। সেই সময়েই তাঁরা দেখতে পান, একটি গাড়ি বেপরোয়া ভাবে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের দিকে যাচ্ছে। গাড়িটি কাছে আসতেই থামানোর নির্দেশ দেন অফিসারেরা। কিন্তু থামা তো দূর, চালক গতি বাড়িয়ে পালাতে চেষ্টা করেন। তখনই গাড়িটি আটকানোর চেষ্টা করেন রবিবাবু। বেপরোয়া গতির গাড়িটি সোজা গিয়ে তাঁকে ধাক্কা মারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement