Justice Rajasekhar Mantha

বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার কাদের? কোথায় ছাপানো হয়েছিল? জানতে মামলা শুরু হাই কোর্টে

সোমবার থেকে ঘটনার সূত্রপাত। বিচারপতি মান্থার নামে ফেলা কিছু পোস্টার প্রকাশ্যে আসে। তাতে লাল রঙের কাগজে বিচারপতির মুখের ছবির পাশে লেখা ছিল, ‘ইনি বিচারের নামে কলঙ্ক।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ১২:২৬
Share:

বিচারপতি মান্থার বাড়ি দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে। সেখানেও পড়েছিল পোস্টার। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

বিচারপতি রাজাশেখর মান্থার পাড়ায় কারা পোস্টার ফেলেছিল? জানতে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। এ ব্যাপারে একটি আলাদা মামলা করে দোষীকে খুঁজে বের করার দাবি উঠেছিল সম্প্রতি। পোস্টার কারা ফেলেছেন, কোথায় সেই পোস্টার ছাপানো হয়েছিল, এই সব প্রশ্নের উত্তর জানতেই মামলা করার দাবি করেছিলেন আইনজীবীদের একাংশ। অবশেষে সোমবার দায়ের হল সেই মামলা। যার শুনানি চলতি সপ্তাহেই হতে পারে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

Advertisement

গত সোমবার থেকে ঘটনার সূত্রপাত। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীদের একাংশ। এর পরেই হাই কোর্ট চত্বরে প্রকাশ্যে আসে বিচারপতির নামে ফেলা কিছু পোস্টার। তাতে লাল রঙের কাগজে বিচারপতির মুখের ছবি দিয়ে পাশে লেখা ছিল, ‘ইনি বিচারের নামে কলঙ্ক।’ এমনকি বড় বড় অক্ষরে বিচারপতির মুখের উপর লেখা ছিল ‘লজ্জা’। পরে ওই একই পোস্টার দেখা যায় বিচারপতি মান্থার পাড়া দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক এলাকাতেও। বিচারপতি মান্থার পাড়া ছয়লাপ হয়ে গিয়েছিল সেই পোস্টারে। এ ব্যাপারে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী শামিম আহমেদ। সোমবার তাঁর আবেদনের ভিত্তিতেই মামলা দায়ের হল হাই কোর্টে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই ওই পোস্টারের নেপথ্যে কে বা কারা তা খুঁজে বার করতে তদন্ত শুরু করেছিল লেক থানার পুলিশ। তার আগে তারা বিধি মেনে আলিপুর আদালতের অনুমতিও নেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement