এই দৃশ্য এবার দেখা যাবে শহরের রাস্তায়।—ছবি রয়টার্স।
বড়দিনের ক্যামাক স্ট্রিটে এই প্রথম ‘পারফর্ম’ করতে চলেছেন বাস্কারেরা। প্রশাসন সূত্রের খবর, বাস্কারদের তালিকাও চূড়ান্ত হয়ে গিয়েছে।
পরশু, মঙ্গলবার বিকেল ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত ক্যামাক স্ট্রিটে মোট ছ’জন বাস্কার পারফর্ম করবেন। আপাতত তেমনটাই স্থির হয়েছে। ইতিমধ্যেই তাঁদের জন্য কলকাতা পুলিশের তরফে জায়গাও চিহ্নিত করে দেওয়া হয়েছে। পার্ক স্ট্রিটের ব়ড়দিন উৎসবের ‘কো-অর্ডিনেটর’ তথা বিধায়ক শেন কালভার্ট বলেন, ‘‘ক্যামাক স্ট্রিট ও মিডলটন স্ট্রিটের মোড়ের কাছে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাস্কারেরা পারফর্ম করবেন। অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট এলাকায় বাড়তি আলোও লাগানো হয়েছে। সেই অনুযায়ী সমস্ত ব্যবস্থা পাকা হয়েছে।’’
প্রথাগত মঞ্চ বেঁধে গানবাজনা নয়, রাস্তার মোড়ে অনাড়ম্বর ভাবে গান গেয়ে ওঠা বা ‘বাস্কিং’ রীতির সঙ্গে পরিচিত নয় এ শহর। অন্য বছরগুলিতে একাধিক বার বাস্কিং নিয়ে কথা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ফলে বড়দিনের উৎসবে সুযোগ পেয়ে উৎসাহী বাস্কারেরাও। বাস্কার সাব্রিনা প্রধান বলেন, ‘‘বড়দিনের উৎসব উপলক্ষে এই প্রথম পারফর্ম করতে চলেছি। ফলে আলাদা উন্মাদনা তো রয়েইছে। আশা করা যায়, এই উদ্যাপনের পরে আরও অনেকেই বাস্কিং পছন্দ করবেন।’’ আর এক বাস্কার সৌরজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, ‘‘বাস্কিংয়ের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হল কী গান গাইছি বা কী গান বাজাচ্ছি। যেহেতু মঞ্চ বাঁধা অনুষ্ঠান নয়, তাই দর্শকদের প্রত্যাশাও আলাদা থাকে। এ বার সেই প্রত্যাশা মিটবে বলেই আশা করছি।’’