Bus Driver

বাস দুর্ঘটনায় চালকের জেল, জরিমানা দেড় লক্ষ

সরকারি কৌঁসুলি জানান, ২০১৩ সালের জানুয়ারিতে ধর্মতলায় বাসের ধাক্কায় আহত হন আলিমুদ্দিন স্ট্রিটের বাসিন্দা পরভিন বেগম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ০২:২৮
Share:

—ফািল চিত্র

প্রায় আট বছর আগে বেপরোয়া ভাবে বাস চালিয়ে এক মহিলাকে ধাক্কা মেরেছিলেন চালক। সেই ঘটনায় মঙ্গলবার মহম্মদ মোকারম নামে ওই চালককে দোষী সাব্যস্ত করেছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক মালা চক্রবর্তী। সরকারি কৌঁসুলি আবুল হাসান জানান, চালককে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ এবং ৩৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ছ’মাস কারাবাসের সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি দেড় লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। সেই টাকা দুর্ঘটনাগ্রস্ত ওই মহিলা পাবেন। সেই সঙ্গে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে তাদের তরফ থেকে মহিলাকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

সরকারি কৌঁসুলি জানান, ২০১৩ সালের জানুয়ারিতে ধর্মতলায় বাসের ধাক্কায় আহত হন আলিমুদ্দিন স্ট্রিটের বাসিন্দা পরভিন বেগম। এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বেঁচে গেলেও তাঁর দু’টি পা সারাজীবনের মতো পঙ্গু হয়ে যায়।

সাধারণত, এই ধরনের মামলায় অভিযুক্ত চালকেরা দোষ স্বীকার করে সামান্য টাকা জরিমানা দিয়ে পার পেয়ে যান। কিন্তু ওই চালক বেপরোয়া ভাবে গাড়ি চালানোয় এক মহিলার দু’টি পায়ের কর্মক্ষমতা চিরকালের জন্য নষ্ট হয়ে যায়। তাই মামলাটি বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হয় বলে আবুল জানান। বিচারক চালককে দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও কয়েক মাস কারাবাস করতে হবে আসামিকে।

Advertisement

পুলিশের একটি অংশের মতে, বহু পথ দুর্ঘটনায় প্রাণ বাঁচলেও অঙ্গহানি বা প্রতিবন্ধকতা হয়। এমন কড়া সাজা বা জরিমানা করা হলে তা বেপরোয়া চালকদের মনেও ভয় তৈরি করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement