‘ব্রিদ গ্রিন: প্রোটেক্ট আওয়ার ফিউচার’
পোলিও নির্মূল করতে এ বার ময়দানে নামল কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের উদ্যোগে শুরু হল ‘ব্রিদ গ্রিন: প্রোটেক্ট আওয়ার ফিউচার’ নামের প্রকল্প। সংস্থাটির উদ্দেশ্য, সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে পরিবেশকে সুস্থ রাখার বার্তা ছড়িয়ে দেওয়া। এর পাশাপাশি পোলিও মুক্তিতে প্রয়োজনীয় পরিকাঠামোর জন্য অর্থও সংগ্রহ করা।
ওই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শনিবার নিউটাউনের রাস্তায় প্রচারে নামেন ২০০ জন সাইকেল আরোহী। সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত চলে প্রচার। ওই দিনই বেলা ১১টা নাগাদ নিউটাউন বিজনেস ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পরিবেশ রক্ষার্থে যাঁরা নিরন্তর কাজ করে চলেছেন তাঁদের সম্মান জ্ঞাপন করা হয়।
স্মারক তুলে দেওয়া হয় আরএসপিবি পুরস্কার প্রাপ্ত জাকাতি, আইএফএস-এর কমিশনার ভিজিল্যান্স প্রদীপ ব্যাস, ধৃতিমান মুখোপাধ্যায়, হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেনের হাতে। এ ছাড়া ‘বাঁদিপুর প্রকৃতি প্রেমিক সমিতি’ নামে একটি সংগঠনের সদস্যদেরও জানানো হয় সম্মান।
আরও পড়ুন: জামাইবাবুর মারে জখম শ্যালকের মৃত্যু হাসপাতালে
আরও পড়ুন: রাতে শহরে সার্জেন্টদের উপরে নজরদারি চালাবে লালবাজার