প্রতীকী ছবি।
দমদম পার্ক পোস্ট অফিসের কাছেই দাঁড়িয়ে ছিলেন এলাকার একটি ক্লাবের সম্পাদক তথা তৃণমূলের স্থানীয় নেতা। হঠাৎ কয়েক জন দুষ্কৃতী হাজির হয়ে বোমা ছুড়তে শুরু করে। আতঙ্কে লোকজন ছোটাছুটি করতে থাকেন। বোমার আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন বিশ্বজিৎ প্রসাদ নামে তৃণমূলের ওই নেতা। শুক্রবার রাত আটটার কিছু পরে এই ঘটনা ঘটে। বিশ্বজিৎকে ই এম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রের দাবি, আরও তিন জন আহত হয়েছেন। তাঁদের আঘাত গুরুতর নয়।
রাতে হাসপাতালে বিশ্বজিৎকে দেখতে যান দমকলমন্ত্রী সুজিত বসু। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর শুরু করেছে। স্থানীয় লোকজনের দাবি, ঘটনাস্থলে পিস্তল ও চপারও মিলেছে।
স্থানীয় সূত্রের খবর, দমদম পার্কের ওই ক্লাবের দুর্গাপুজো বেশ বিখ্যাত। বিশ্বজিৎ রোজই সন্ধ্যায় সেখানে যান। এ দিনও গিয়েছিলেন। এলাকাবাসীর প্রশ্ন, প্রকাশ্যে দুষ্কৃতীদের তাণ্ডবে নেতারাই যদি বিপন্ন হন, তা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আহত বিশ্বজিৎ জানান, তিনি ক্লাবের কাছে পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন। আচমকা কয়েক জন যুবক এসে বোমা ছুড়তে থাকে। একটি বোমা তাঁর খুব কাছে ফাটায় পায়ে গুরুতর চোট পান।
এলাকাবাসীর অভিযোগ, কয়েক রাউন্ড গুলিও চলেছে। পুলিশ অবশ্য গুলি চলার কথা মানতে নারাজ। পুলিশ জানায়, হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দমকলমন্ত্রী বলেন, ‘‘গুলি, বোমা চলেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পুলিশকে বলা হয়েছে কড়া পদক্ষেপ করতে।’’