এই কৌটো ঘিরেই বোমাতঙ্ক হাওড়া স্টেশনে। সুমন বল্লভের তোলা ছবি।
শুক্রবার হাওড়া স্টেশনে আসার কথা রেলমন্ত্রী সুরেশ প্রভুর। তার আগেই বৃহস্পতিবার রাতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেন থেকে ছড়াল বোমাতঙ্ক। পুলিশ সূত্রে খবর, হাওড়ার দু’ নম্বর প্ল্যাটফর্মে এ দিন রাত দশটা নাগাদ এসে পৌঁছয় ডাউন তারকেশ্বর লোকাল। হঠাত্ই যাত্রীদের নজরে আসে দু’নম্বর কামরার একটি সিটের তলায় পড়ে আছে তার দিয়ে জড়ানো একটি কৌটো। এর পরেই বোমাতঙ্ক ছড়ায়। খবর যায় আরপিএফ এবং জিআরপিতে। এক থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় রেল চলাচল। খবর যায় সিআইডি-র বম্ব স্কোয়াডেও। ঘটনাস্থলে আসে পুলিশ কুকুরও। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, “কৌটোটি পরীক্ষা করে দেখা গিয়েছে ওটা বোমা নয়।” রাত সাড়ে এগারোটার পর স্বাভাবিক হয় রেল চলাচল।
কামরাটি ঘিরে রয়েছে রেল পুলিশ।