Unnatural Death

হরিদেবপুরে বন্ধ বাড়ি থেকে উদ্ধার দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

মঙ্গলবার প্রতিবেশীরা ডাকাডাকি করেও তাঁর সাড়া পাননি। তাঁদের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৩
Share:

— প্রতীকী চিত্র।

কলকাতার হরিদেবপুরে একটি বাড়ি থেকে উদ্ধার দেহ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রতিবেশীরা থানায় জানালে পুলিশ এসে উদ্ধার করে এক ব্যক্তির দেহ। বেহালার বিদ্যাসগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি। কী ভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, এখনও জানা যায়নি।

Advertisement

মঙ্গলবার হরিদেবপুরের ভুবনমোহন রায় রোড থেকে উদ্ধার হয়েছে দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ঋতেন ঘোষ। বয়স ৪৫ বছরের আশপাশে। হরিদেবপুরের ওই বাড়িতে একাই থাকতেন তিনি। মঙ্গলবার প্রতিবেশীরা ডাকাডাকি করেও তাঁর সাড়া পাননি। তাঁদের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। কী ভাবে ঋতেনের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement