unnatural death

Unnatural Death: শেক্সপিয়র সরণিতে ঘর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, স্বাভাবিক মৃত্যু নাকি খুন, তদন্তে পুলিশ

পুলিশ জানিয়েছে, দশতলা আবাসনের একদম উপরতলাতে ছেলে অভয়ের সঙ্গে থাকতেন রেণুকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ১৩:০৪
Share:

প্রতীকী ছবি।

বহুতল আবাসনে এক বৃদ্ধার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শেক্সপিয়র সরণিতে। মঙ্গলবার সকালে ঘরের ভিতর থেকে ওই বৃদ্ধার দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতার নাম রেণুকা চৌধুরী(৯১)।

Advertisement

বৃদ্ধার ছেলে অভয় চৌধুরী পুলিশের কাছে দাবি করেছেন, সকালে তিনি ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন, তাঁর মা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। তার পরই চিকিৎসককে ডেকে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসক এসে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দশতলা আবাসনের একেবারে উপরতলায় ছেলে অভয়ের সঙ্গে থাকতেন রেণুকা। মঙ্গলবার ছেলে ব্যাডমিন্টন খেলে ফিরে এসে মাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে শোওয়ার ঘরে ঢুকতেই দেখেন তিনি নিঃসাড় হয়ে পড়ে আছেন। তাঁর নাকের পাশে রক্তের দাগ লেগে ছিল।

Advertisement

ডিসি সাউথ আকাশ মেঘারিয়া জানিয়েছেন, এটা স্বাভাবিক মৃত্যু নাকি খুন, তা ময়নাতদন্তের পরই জানা যাবে। ঘরের কোনও কিছু খোওয়া গিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement