Newborn Death

Newborn Abandoned: কুদঘাট মেট্রোর পাশে পড়ে সদ্যোজাতের দেহ, উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

প্রতিদিনের মতো বুধবার সকালেও পাম্পিং স্টেশনে পরিষ্কারের কাজ করেছিলেন কর্মীরা। তখনই তাঁরা সদ্যোজাতের দেহটি দেখতে পান।

Advertisement

নিজস্ব সংবাদবাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১৪:২২
Share:

প্রতীকী ছবি।

কলকাতা শহরে উদ্ধার হল সদ্যোজাতের দেহ। বুধবার সকালে কুদঘাট মেট্রোর পাশে একটি পাম্পিং স্টেশন থেকে দেহটি উদ্ধার করা হয়েছে। পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।

Advertisement

কুদঘাট মেট্রোর পাশেই রয়েছে কেওড়াপুকুর ক্যানাল পাম্পিং স্টেশন। প্রতিদিনের মতো বুধবার সকালেও পাম্পিং স্টেশনে পরিষ্কারের কাজ করেছিলেন কর্মীরা। তখনই তাঁরা সদ্যোজাতের দেহটি দেখতে পান। এর পর খবর দেওয়া হয় পুলিশে। প্রথমে রিজেন্ট পার্ক এবং পরে হরিদেবপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশ সদ্যোজাতের দেহ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সদ্যোজাতের দেহ কী ভাবে পাম্পিং স্টেশনে এল, তা জানার চেষ্টা চলছে। কে বা কারা সদ্যোজাতের দেহটি সেখানে ফেলে রেখে গিয়েছে, তাও খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement