রক্তদাতাদের উপহার ‘দিদিকে বলো’ কাপ

কেন এমন ভাবনা?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৯ ০২:২৫
Share:

এই কাপই দেওয়া হয়েছে রক্তদাতাদের। নিজস্ব চিত্র

রক্তদান শিবিরে রক্তদাতাদের উপহার দেওয়া নিয়ে বিতর্ক কম হয়নি। শনিবার সল্টলেকের ৩০ নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি রক্তদান শিবিরে গিয়ে দেখা গেল, রক্তদাতাদের হাতে চায়ের কাপ তুলে দেওয়া হচ্ছে। সেই কাপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। উপরে লেখা ‘দিদিকে বলো’। মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের নম্বরও দেওয়া রয়েছে তাতে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, মানুষ যেখানে স্বেচ্ছায় রক্তদান করতে আসছেন, সেখানে এই ধরনের উপহার না দেওয়াই ভাল। শিবিরের উদ্যোক্তা, স্থানীয় কাউন্সিলর অনিতা মণ্ডলের বক্তব্য, এর মধ্যে বিতর্কের কিছু নেই। কারণ, উপহার হিসেবে নয়, ‘দিদিকে বলো’ কর্মসূচির প্রচার চালাতেই ওই কাজ করা হয়েছে।

কিন্তু কেন এমন ভাবনা?

Advertisement

কাউন্সিলরের দাবি, ওই চায়ের কাপ মানুষের কাজে যেমন লাগবে, তেমনই তা দিয়ে কর্মসূচির প্রচারও হবে। স্থানীয় তৃণমূল কর্মীদের বক্তব্য, কার্ড বিলি করেও প্রচার চালানো হবে, কিন্তু সেই কার্ড হারিয়ে ফেলার আশঙ্কা থেকে যায়। কিন্তু চায়ের কাপে ছবি থাকলে তা অনেক বেশি সংখ্যক মানুষের চোখে পড়বে। এর পাশাপাশি এ দিন ওই কর্মসূচির অঙ্গ হিসেবে বিধাননগর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় রাজারহাটের ভাতিন্ডা গ্রামে কয়েক জনের বাড়িতে যান। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সভা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement