Tathagata Roy

পড়ে গিয়ে শিরদাঁড়ায় চোট, হাসপাতালে ভর্তি বিজেপি নেতা তথাগত রায়

শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিজেপি নেতা তথাগত রায়কে। একটি টুইট করে তিনি নিজেই জানিয়েছেন সেই কথা। তথাগত চোট পাওয়ায় তাঁরই টুইটে দুঃখ প্রকাশ করেছেন অনেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ০১:০৭
Share:

তথাগত রায়। ফাইল চিত্র।

পড়ে গিয়ে শিরদাঁড়ায় চিড় ধরেছে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়ের। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। একটি টুইট করে তথাগত নিজেই জানিয়েছেন সেই কথা।

Advertisement

রবিবার সন্ধ্যায় একটি টুইটে তিনি লিখেছেন, ‘'সকলকে জানিয়ে রাখি, রবিবার সকালে বাজে ভাবে পড়ে গিয়েছিলাম। শিরদাঁড়ায় চিড় ধরেছে। হাসপাতালে ভর্তি রয়েছি।’' ঢাকুরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তথাগত। আঘাত কতটা গুরুতর তা জানা যায়নি এখনও।

তথাগত চোট পাওয়ায় তাঁরই টুইটে দুঃখ প্রকাশ করেছেন অনেকে। তাঁর দ্রুত সুস্থতাও কামনা করেছেন বহু টুইট ব্যবহারকারী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement