মণীশ শুক্ল।
বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে চার্জশিট দিল সিআইডি। মূল অভিযুক্ত নাসির আলি-সহ ১০ জনের নাম চার্জশিটে রয়েছে। সোমবার ৮৭ দিনের মাথায় ব্যারাকপুর আদালতে চার্জশিট জমা পড়ল।
অক্টোবরের ৪ তারিখ রাতে টিটাগড় থানা থেকে সামান্য দূরে গুলি করে খুন করা হয় মণীশকে। খুনের সময় বিটি রোডের ধারে মণীশের গাড়িটি দাঁড় করানো ছিল। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে ঘটনাস্থলে কয়েকজন সঙ্গীর সঙ্গে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন মণীশ। সেই সময়েই মোটরবাইকে এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়।
নাসির আলিই এই ঘটনায় মূলচক্রী বলে মনে করেছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। দীর্ঘ দিন ধরে ফেরার থাকার পর, কল্যাণী হাইওয়ের কাজ থেকে নাসির ধরা পড়ে। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় খুররম, গুলাব শেখ, সুবোধ, রোশন যাদব-সহ একাধিক সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। চার্জশিটে সন্দেহভাজন হিসেবে, ব্যারাকপুর এবং টিটাগড় পুরসভার প্রশাসকের নামও রয়েছে। ভারতীয় দণ্ডবিধি ৩০১, ৩২, ১২০বি, ২১২ এবং ২০১ ধারায় মামলা শুরু হয়। এ ছাড়াও ২৫, ২৭ ধারায় অর্থাৎ অস্ত্র আইনেও মামলা হয়েছে।
আরও পড়ুন : বর্ষবরণের রাতে শহরে গ্রেফতার ১৩৪০, বেপরোয়া-মত্ত ২৫০০ চালকের বিরুদ্ধে মামলা
আরও পড়ুন : প্রোমোটার-খুনে জড়িত কোনও ‘প্রভাবশালী’, সন্দেহ পুলিশের