প্রতীকী চিত্র।
কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডে লেবুতলা পার্কের পিছনে স্থানীয় বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উদ্যোগে তৈরি সেফ হোম বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সজলবাবুর অভিযোগ, ‘‘বৃহস্পতিবার বিকেলে মুচিপাড়া থানার পুলিশ এসে অনুমোদনের কাগজপত্র দেখাতে বলে। কাগজ দেখাতে না পারায় সেফ হোম বন্ধ করা হবে বলে হুমকিও দেয়। গত বছরও সেফ হোম তৈরি করেছিলাম। তখন শাসকদলে থাকায় আপত্তি ওঠেনি। এখন বিরোধী দলে রয়েছি বলে আপত্তি। পুলিশকে সাফ জানিয়েছি, সেফ হোম বন্ধ করা
যাবে না।’’
এ বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘কারও ব্যক্তিগত উদ্যোগে সেফ হোম তৈরি করা বেআইনি। পুরসভার সেফ হোমগুলিও রাজ্য স্বাস্থ্য দফতরের অনুমোদনে চলছে। অসুস্থ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা অনুচিত। সেই কারণেই ওই সেফ হোম বন্ধ করতে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।’’ ফিরহাদ জানান, কাউন্সিলর চাইলে পুরসভা পরিচালিত সেফ হোমে তাঁর ওয়ার্ডের রোগীদের রাখতে পারেন।
পুরসভার অভিযোগ পেয়ে পুলিশ এ দিন বিকেলে ওই সেফ হোমে যায়। বেধে যায় দু’পক্ষের বাদানুবাদ। মুচিপাড়া থানার এক আধিকারিক বলেন, ‘‘সেফ হোমের যাবতীয় অনুমতি কাউন্সিলর পুরসভার তরফে নিয়ে নেবেন বলে জানিয়েছেন।’’