স্বাধীনতা দিবসের মহড়ায় দুর্ঘটনা

এ দিনের দুর্ঘটনায় আহত দু’জনের মধ্যে পিঙ্কির আঘাত বেশি ছিল। তাঁকে অ্যাম্বুল্যান্সে করে এসএসকেএমে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় তাঁকে। প্রিয়াঙ্কার আঘাত গুরুতর নয়। দুর্ঘটনার পরে বন্ধ করে দেওয়া হয় মহড়া। এক পুলিশকর্তার কথায়, ‘‘চালক নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৮ ০৩:৫৯
Share:

অঘটন: স্টান্টের মহড়া দিতে গিয়ে বাইক উল্টে বিপত্তি। রবিবার, রেড রোডে। ছবি: বিশ্বনাথ বণিক।

স্বাধীনতা দিবসের মহড়ায় রেড রোডে ব্যস্ত পুলিশকর্মীরা। সার দিয়ে মোটরবাইকের উপরে মহড়া দিচ্ছিলেন তাঁরা। তখনই ঘটল দুর্ঘটনা। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ মোটরবাইক নিয়ে পড়ে যান চালক, কমব্যাট ফোর্সের কনস্টেবল প্রিয়াঙ্কা ঘোষ। মোটরবাইকটি হুড়মুড়িয়ে পড়ে ওই বাইকেরই আরোহী, কমব্যাট ফোর্সের আর এক কনস্টেবল পিঙ্কি মণ্ডলের পায়ের উপরে। পড়ে যেতে দেখে তাঁদের দিকে নজর যায় মহড়ায় থাকা বাকিদের। উদ্ধার করতে এসে পিছনের মোটরবাইকের উপরে হুড়মুড়িয়ে পড়েন এক পুলিশকর্মী।

Advertisement

এ দিনের দুর্ঘটনায় আহত দু’জনের মধ্যে পিঙ্কির আঘাত বেশি ছিল। তাঁকে অ্যাম্বুল্যান্সে করে এসএসকেএমে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় তাঁকে। প্রিয়াঙ্কার আঘাত গুরুতর নয়। দুর্ঘটনার পরে বন্ধ করে দেওয়া হয় মহড়া। এক পুলিশকর্তার কথায়, ‘‘চালক নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটে।’’

বছর দুয়েক আগে রেড রোডেই প্রজাতন্ত্র দিবসের মহড়ায় একটি গাড়ি ঢুকে বায়ুসেনা আধিকারিক অভিমন্যু গৌড়কে ধাক্কা মারে। মৃত্যু হয় ওই আধিকারিকের। এর পরেই রেড রোডে প্রজাতন্ত্র বা স্বাধীনতা দিবসের মহড়ায় ক়ড়া নিরাপত্তার ব্যবস্থা হয়। যদিও এ দিনের দুর্ঘটনা সম্পূর্ণ আলাদা। এক পুলিশকর্তার কথায়, ‘‘ভাগ্যিস ১৫ অগস্ট দুর্ঘটনা ঘটেনি! কেন বাইকটি নিয়ন্ত্রণ হারাল তার তদন্ত করা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement