2020 Kolkata International Book Fair

বইমেলার প্রতিবাদীদের বিরুদ্ধে মামলা

সরকারি সম্পত্তি ভাঙচুর, কর্তব্যরত সরকারি কর্মী ও মহিলা পুলিশকর্মীর কাজে বাধাদান এবং হেনস্থার মতো একাধিক ধারা জুড়ে এই মামলা সাজিয়েছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০০:৩৬
Share:

বইমেলায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের গোলমাল।—ফাইল চিত্র।

প্রথমে বইমেলায় এবং পরে থানায় ছাত্রীদের হেনস্থার অভিযোগ উঠেছে বিধাননগর পুলিশের বিরুদ্ধে। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করার আগেই পুলিশের সঙ্গে প্রতিবাদীদের সংঘাতের ঘটনায় ধৃত আজিজুর রহমানকে বুধবার বিধাননগর আদালত ন’দিনের জেল হেফাজত দেয়।

Advertisement

সরকারি সম্পত্তি ভাঙচুর, কর্তব্যরত সরকারি কর্মী ও মহিলা পুলিশকর্মীর কাজে বাধাদান এবং হেনস্থার মতো একাধিক ধারা জুড়ে এই মামলা সাজিয়েছে পুলিশ। ধৃত ছাড়াও ১৫০ জন গোলমালে জড়িত বলে দাবি পুলিশের। ওই গোলমালে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিধাননগর পুলিশের যুগ্ম কমিশনার রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পুলিশের পক্ষে ও বিপক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’’ গণতান্ত্রিক অধিকার রক্ষা সংগঠনের মুখপাত্র রঞ্জিত শূর বলেন, ‘‘কয়েক জন পুলিশ কর্তা দুর্ব্যবহার করেন। চাইলে শান্তিপূর্ণ ভাবে মেটানো যেত। পরে তরুণীদের হেনস্থার অভিযোগ পুলিশ নিতে চায়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement