Truck accident

লরির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

ওই পঞ্চায়েতের বোয়ালবাটি এলাকার বাসিন্দা রাজু আরও দু’জনের সঙ্গে সাইকেলে চেপে হাড়িপোঁতায় যাচ্ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ০২:১৩
Share:

—প্রতীকী ছবি

নিয়ন্ত্রণ হারিয়ে মাটি-বোঝাই একটি লরি ধাক্কা মেরেছিল পথচলতি একটি সাইকেলে। আর তাতেই লরির চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন ওই সাইকেলের আরোহী। বুধবার, নরেন্দ্রপুর থানার খেয়াদহ-২ পঞ্চায়েতের খড়কি এলাকায় এই ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজু মুন্ডা (১৮)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই পঞ্চায়েতের বোয়ালবাটি এলাকার বাসিন্দা রাজু আরও দু’জনের সঙ্গে সাইকেলে চেপে হাড়িপোঁতায় যাচ্ছিলেন। আচমকা পিছন থেকে একটি মাটি-বোঝাই লরি ওই সাইকেলে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে সাইকেল-সহ লরির চাকায় পিষ্ট হন রাজু। তার পরে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে গিয়ে পড়ে। রাজুর সহযোগী সুদীপ মুন্ডা বলেন, ‘‘আমরা তিন জন একসঙ্গে যাচ্ছিলাম। আচমকা লরিটি ধাক্কা মারে। সাইকেল-সহ রাজু লরির চাকায় পিষে যায়।’’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় সন্ধ্যার পর থেকেই মাটি-বোঝাই লরি বেপরোয়া ভাবে চলাচল করে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রশাসনের কাছে এ বিষয়ে নালিশ জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ। এ দিন এই দুর্ঘটনার পরে তাই এলাকায় উত্তেজনা ছড়ায়। রাজুর মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বেশ কিছু নিচু জমি রয়েছে, যা মাটি ফেলে ভরাট করার কাজ করা হয়। আর সেই কারণে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ওই এলাকায় মাটি-বোঝাই লরি চলাচল করে। কিন্তু অভিযোগ, কোনও পুলিশি নজরদারি না থাকায় বেপরোয়া ভাবে চলাচল করে সেই সব লরি।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সকালেও খেয়াদা-১ গ্রাম পঞ্চায়েতের বয়নালায় একটি গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ওই এলাকায় লরি চলাচলের পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement