আটক ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি নিজস্ব চিত্র।
গাঁধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসার আগেই আটক করা হল আইএসএফ নেতা ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। আটক করা হয়েছে আরও কয়েকজন আইএসএফ কর্মীকে। তাঁদের সবাইকে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে।
দিল্লিতে কৃষক আন্দোলনে সমর্থন জানাতে এবং রাজ্যে ‘ভোট পরবর্তী হিংসা’ বন্ধের দাবিতে প্রতীকী অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিয়েছিল আইএসএফ। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানানো হয়। শনিবার গাঁধীমূর্তির পাদদেশে জড়ো হন বিক্ষোভকারীরা। যার নেতৃত্বে ছিলেন নওশাদ। যদিও অবস্থান বিক্ষোভ শুরুর আগেই পুলিশ বাধা দেয়। পরে ভাঙড়ের বিধায়ককে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়াই কর্মসূচি নিয়েছিলেন আইএসএফ নেতা-কর্মীরা। সেই কারণেই তাঁদের আটক করা হয়েছে। নওশাদ বলেন, “ভোটের ফল বের হওয়ার পর থেকে বাংলায় হিংসার পরিবেশ তৈরি হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। সেই কারণেই আমরা প্রতিবাদে শামিল হয়েছিলাম। কিন্তু কর্মসূচি বন্ধ করে দেওয়া হল।’’