Firhad Hakim

Bhabanipur Bypoll: জল নেই রাস্তায়, ভোটারদের অসুবিধা হবে না, দাবি ফিরহাদের

ভবানীপুরের জল বুধবারের মধ্যেই নেমে যায়। খিদিরপুরে যেটুকু জল ছিল বুধবার রাতেই রিলে পাম্পিং করে সেই জল বার করে দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৭:৫৮
Share:

ফাইল চিত্র।

বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়েছে। তাই যুদ্ধকালীন তৎপরতায় ওই কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে জমা জল বার করা হয়েছে। নিম্নচাপের জেরে বুধবার সারা দিন বৃষ্টি হওয়ায় শহরের বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছিল। জল জমেছিল ভবানীপুর এবং খিদিরপুরেও। বৃহস্পতিবার ভোটের কথা মাথায় রেখেই এবং ভোটাররা যাতে কোনও রকম অসুবিধায় না পড়েন সে দিক বিবেচনা করে জমা জল সরানোর কাজ করেছে পুরসভা।

ভবানীপুরের জল বুধবারের মধ্যেই নেমে যায়। খিদিরপুরে যেটুকু জল ছিল বুধবার রাতেই রিলে পাম্পিং করে সেই জল বার করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পুরসভার তরফে। রাত ২টো পর্যন্ত খিদিরপুরে থেকে নিজে সমস্ত তদারকি করেছেন পুরপ্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisement

বৃহস্পতিবার সকালে ফিরহাদ বলেন, “কোথাও জল নেই। ভোটারদের কোনও অসুবিধা হবে না। বাড়ি থেকে বেরিয়ে সোজা বুথে যেতে পারবেন তাঁরা।” তিনি আরও জানান, বডিগার্ড লাইনের জল বার করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement