Calcutta News

শিশু-হত্যায় আবাসনের কর্মী আটক

পুলিশের জেরায় শিশুটির মা সন্ধ্যা মালো জানান, মেয়েকে খুন করে প্লাস্টিকে মুড়ে তিনি দোতলা থেকে নেমে ফ্ল্যাটে ঢোকার মুখেই ম্যানহোলের ঢাকনা খুলে ফেলে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ০৪:০৯
Share:

গ্রেফতার হওয়া মহিলা সন্ধ্যা মালো এবং (ডান দিকে) মৃত শিশুকন্যা।

দু’মাসের মেয়েকে খুনের ঘটনায় বেলেঘাটার সিআইটি রোডের সংশ্লিষ্ট বহুতলের কেয়ারটেকার বরেন গাইনকে আটক করা হয়েছে। বুধবার রাত পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করে বেলেঘাটা থানার পুলিশ।

Advertisement

পুলিশের জেরায় শিশুটির মা সন্ধ্যা মালো জানান, মেয়েকে খুন করে প্লাস্টিকে মুড়ে তিনি দোতলা থেকে নেমে ফ্ল্যাটে ঢোকার মুখেই ম্যানহোলের ঢাকনা খুলে ফেলে দেন। পুলিশ জানিয়েছে, কেয়ারটেকারের বক্তব্য, তিনি তখন পিছনের দিকে তাঁর ঘরে রান্না করছিলেন। পরে পুলিশি জেরার মুখে তিনি কান্নায় ভেঙে পড়ে জানান, তখন তিনি ওখানে থাকলেও সন্ধ্যা যে ম্যানহোল খুলছেন, সেটা দেখতে পাননি। বয়ানে অসঙ্গতি থাকায় এ দিন বিকেলে ফের তাঁকে বেলেঘাটা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীরা ধৃত সন্ধ্যার শ্বশুর-শাশুড়ি, স্বামী ছাড়াও পরিবারের অন্যদের জিজ্ঞাসাবাদ করেন।

আরও পড়ুন: বন্ধ ঘরে স্বামীর দেহ, পাশের ঘরে রক্তাক্ত স্ত্রী

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement