ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু’দফায় প্রায় ৬৮ হাজার টাকা অন্যত্র সরানো হয়েছে। ব্যাঙ্কের কাছ থেকে এমনই এসএমএস পেয়েছিলেন নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়। এর পরেই বিধাননগর সাইবার থানায় অভিযোগ করেছিলেন তিনি।
২৬ নভেম্বর দেবেশবাবু জানিয়েছিলেন, এসএমএস-এর মাধ্যমে ব্যাঙ্কের তরফে জানতে পারেন টাকা উধাও হওয়ার বিষয়টি। ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া পাননি। এর পরেই পুলিশে অভিযোগ করেন। পুলিশ জানিয়েছিল, রবিবার ব্যাঙ্ক বন্ধ। সোমবার খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।
পুলিশ সূত্রের খবর, যে ব্যাঙ্কে দেবেশবাবুর অ্যাকাউন্ট ছিল সেখানে এ দিন খোঁজ নিয়ে জানা গিয়েছে, এটি কোনও প্রতারণার ঘটনা নয়। দেবেশবাবু দু’টি পৃথক ঋণ নিয়েছিলেন। ব্যাঙ্ক সেই ঋণেরই কিস্তির টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছিল।
বিধাননগরের এক পুলিশ কর্তা জানান, দু’টি পৃথক ঋণ থাকায় সেই টাকাই কেটে নিয়েছে ওই ব্যাঙ্ক।
এ প্রসঙ্গে দেবেশবাবুর কোনও প্রতিক্রিয়া মেলেনি। এ দিন তাঁকে ফোনেও যোগাযোগ করা যায়নি। এসএমএস-এরও জবাব মেলেনি।