জামিন নিলেন প্রাক্তন মন্ত্রী

আইন অমান্যের একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিলেন প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। বুধবার ব্যাঙ্কশাল আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে জামিন নেন কান্তিবাবু ও সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য। পুলিশ জানিয়েছে, ১৪ ডিসেম্বর প্রতিবন্ধীদের একটি আন্দোলনে আইন অমান্যে সামিল হন সংগঠনের সম্পাদক কান্তিবাবু ও সিপিএম নেতা নেপালদেববাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৫ ০০:২৪
Share:

আইন অমান্যের একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিলেন প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। বুধবার ব্যাঙ্কশাল আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে জামিন নেন কান্তিবাবু ও সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য। পুলিশ জানিয়েছে, ১৪ ডিসেম্বর প্রতিবন্ধীদের একটি আন্দোলনে আইন অমান্যে সামিল হন সংগঠনের সম্পাদক কান্তিবাবু ও সিপিএম নেতা নেপালদেববাবু। হেয়ার স্ট্রিট থানার পুলিশ কান্তিবাবু ও নেপালবাবু-সহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে চার্জশিট দেয়। কান্তিবাবুকে পলাতক দেখিয়ে চার্জশিট দেওয়া হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ দিন জামিনের পরে কান্তিবাবু বলেন, ‘‘প্রতিহিংসাপরায়ণ আচরণ ছাড়া কিছু বলার ভাষা নেই। আমি নাকি পলাতক! মাসখানেকের মধ্যে আমার বিদেশ যাওয়ার প্রয়োজন। ভিসা পেতে সমস্যা হতে পারে। তাই জামিন নিতে বাধ্য হয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement