বাবুলের ঝালমুড়ি

ফের ভিক্টোরিয়া চত্বরে বাবুল সুপ্রিয় ও ঝালমুড়ি। কিছু দিন আগে মমতা-বাবুলের ঝালমুড়ি কূটনীতি নিয়ে রাজনীতিতে ঝড় উঠেছিল। রবিবার ভিক্টোরিয়ার উল্টো দিকের ময়দানে টেলিভিশন-সাক্ষাৎকারের ফাঁকে তা নিয়ে প্রশ্ন শুনে একমুঠো ঝালমুড়ি মুখে ফেলে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল বললেন— ‘‘এটা হল লজিকের ঝালমুড়ি।

Advertisement
শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ০৪:১৬
Share:

ছবি: সুমন বল্লভ

ফের ভিক্টোরিয়া চত্বরে বাবুল সুপ্রিয় ও ঝালমুড়ি। কিছু দিন আগে মমতা-বাবুলের ঝালমুড়ি কূটনীতি নিয়ে রাজনীতিতে ঝড় উঠেছিল। রবিবার ভিক্টোরিয়ার উল্টো দিকের ময়দানে টেলিভিশন-সাক্ষাৎকারের ফাঁকে তা নিয়ে প্রশ্ন শুনে একমুঠো ঝালমুড়ি মুখে ফেলে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল বললেন— ‘‘এটা হল লজিকের ঝালমুড়ি। লেট লজিক বি অ্যাহেড অফ পলিটিক্স!’’ বাবুলের মতে, পদ, দল, রাজনীতি থাকবেই। কিন্তু তার বাইরে মানুষের উন্নতি করতে গেলে সকলকে একসঙ্গে বসতে হবে। তাতে কেউ কাউকে ঝালমুড়ি খাওয়ালে আপত্তি নেই। তাতে যদি মেট্রো রেলের কাজে গতি আসে, ক্ষতি কী?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement