মোটরবাইক আরোহী দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন এক দল সিপিএম কর্মী। বৃহস্পতিবার রাতে সাড়ে ১২টা নাগাদ সল্টলেকের এফ সি ব্লকের ঘটনা। পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থলের খুব কাছেই প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেবের বাড়ি। হামলায় তাঁর ছেলে সপ্তর্ষি-সহ কয়েক জন আহত হয়েছেন। সিপিএম কর্মীরা দু’টি মোটরবাইককে আটক করলেও দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে। এই ঘটনার পর রাতেই বিধাননগর (দক্ষিণ) থানায় অভিযোগ দায়ের করে সিপিএম। তবে কোনও গ্রেফতারের খবর নেই।
বস্তুত, এ দিন দুপুরেই সাংবাদিক বৈঠক ডেকে গৌতমবাবু দাবি করেছিলেন, শাসক দল সল্টলেকে মোটরবাইক আরোহী দুষ্কৃতীদের ঢোকাচ্ছে। রাতে হামলার পর সিপিএম নেতারা অভিযোগ করেন, এই হামলার সঙ্গে শাসক দলের যোগসাজশ রয়েছে। গৌতমবাবুর অভিযোগ যে সত্যি, এটা তার প্রমাণ বলেও সিপিএমের দাবি। এ ব্যাপারে রাতে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।