পুরসভার পার্সোনেল দফতরের দায়িত্বে অতীন

পুরসভা সূত্রের খবর, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কাজকর্ম নিয়ে পার্সোনেল দফতরের কাজে ‘অসন্তুষ্ট’ পুর-প্রশাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৯ ০৩:১০
Share:

ডেপুটি মেয়র অতীন ঘোষ। ফাইল চিত্র।

কলকাতা পুরসভার পার্সোনেল দফতর এত দিন মেয়রের হাতেই ছিল। মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিম সেই দফতরের দায়িত্ব দিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষকে। ফলে এখন থেকে কলকাতা পুরসভার নিয়োগ সংক্রান্ত সব বিষয় সামলাবেন ডেপুটি মেয়র। এ দিন কলকাতা পুরসভার সচিব হরিহরপ্রসাদ মণ্ডল একটি বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়েছেন।

Advertisement

পুরসভা সূত্রের খবর, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কাজকর্ম নিয়ে পার্সোনেল দফতরের কাজে ‘অসন্তুষ্ট’ পুর-প্রশাসন। অভিযোগ, সম্প্রতি সংরক্ষণের শর্ত দিয়ে এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারদের কয়েক জনকে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে পদোন্নতির প্রস্তাব তোলে ওই দফতর। অভিযোগ, তাতে ওই এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারদের কর্মরত ডেপুটি ইঞ্জিনিয়ারদের চেয়ে বেশি গুরুত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাতেই ক্ষোভ প্রকাশ করেন ডেপুটি ইঞ্জিনিয়ারেরা। এমনকি মেয়রের ঘরে গিয়ে তাঁদের অভিযোগের কথাও শোনান। সে সময়ে মেয়রের ঘরে বসে ছিলেন অতীনবাবু। বিবাদ এড়াতে ফিরহাদ তাঁকেই ওই দফতর দেখার দায়িত্ব দেন। মেয়রের নির্দেশে তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অতীনবাবু বর্তমানে স্বাস্থ্য এবং কর মূল্যায়ন দফতরের দায়িত্বে রয়েছেন। নতুন দায়িত্ব পেয়ে এ দিনই পুরসভার বিশেষ কমিশনারের সঙ্গে বৈঠক করেন তিনি। আপাতত, ওই পদোন্নতির প্রক্রিয়া বন্ধ করা হয়েছে বলে সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement