Fake Currency Note in Kolkata

ধর্মতলায় বাসস্ট্যান্ড থেকে মিলল লক্ষ লক্ষ ‘টাকা’! চলছে গোনার কাজ, জাল নোট বলে সন্দেহ পুলিশের

বৃহস্পতিবার সকালে ধর্মতলার একটি বাসস্ট্যান্ড থেকে তিন লক্ষ ‘টাকা’ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলেই ‘টাকা’ গোনার কাজ শুরু করেছেন পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর সদস্যেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ০৯:৩৯
Share:

(বাঁ দিকে) ‘টাকা’ গোনার কাজ শুরু করেছেন পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর সদস্যেরা। ধৃত মানোয়ার শেখ (ডান দিকে)।

সকাল সকাল লক্ষ লক্ষ ‘টাকা’ মিলল খাস কলকাতায়! আরও স্পষ্ট করে বললে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। বৃহস্পতিবার সকালে সেখানকার একটি বাসস্ট্যান্ড থেকে তিন লক্ষ ‘টাকা’ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলেই ‘টাকা’ গোনার কাজ শুরু করেছেন পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর সদস্যেরা। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ৫০০ টাকার যে বিপুল সংখ্যক নোট উদ্ধার হয়েছে, সেগুলি জাল।

Advertisement

এই ঘটনার নেপথ্যে জাল নোটের কারবারিরা রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মানোয়ার শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি মালদহের কালিয়াচক থেকে কলকাতায় এসেছিলেন। এই জাল নোট তিনি অন্য কোথাও পাচারের পরিকল্পনা করেছিলেন বলেই প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতকে বৃহস্পতিবারই আদালতে হাজির করানো হবে। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে চাওয়ার আর্জি জানাতে পারে। লালবাজার সূত্রে খবর, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে, এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত, তা খতিয়ে দেখতে চাইছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement