—নিজস্বচিত্র
মারধর, বাড়ি ভাঙচুরের পর এ বার গুলি চলল। নিশানায় সেই বিরোধীরা।
মঙ্গলবার রাত দেড়টা নাগাদ বেহালার বামাচরণ রায় রোডে এক সিপিএম কর্মীর বা়ড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই। এলাকায় নির্বাচন মেটার পর থেকেই বেশ উত্তপ্ত বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র। প্রতি দিনই রাজনৈতিক হিংসার ঘটনা বেড়ে চলেছে সেখানে। তবে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত দে়ড়টা নাগাদ বেহালার ১২০ নং ওয়ার্ডের সিপিএম নেতা অরিন্দম ঝা-র বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দু্ষ্কৃতীরা। অরিন্দবাবু জানিয়েছেন, তখন তাঁরা ঘুমোচ্ছিলেন। আচমকা বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। পরে বুঝতে পারেন, ওটা গুলির আওয়াজ। তাঁর কথায়, ‘‘এর পরে জানালা অল্প ফাঁক করে দেখি, একটি ছেলে বাড়ির গলি দিয়ে দৌড়ে পালিয়ে গেল। গলির মুখটা অন্ধকার থাকায় ওই ছেলেটির চিনতে পারিনি।’’ অরিন্দমবাবুর অভিযোগ, পাঁচ রাউন্ড গুলি চলে। এলাকায় আতঙ্ক ছড়াতেই তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, গত পুর নির্বাচনে ১২০ নং ওয়ার্ডে সিপিএমের হয়ে কাউন্সিলর পদে দাঁড়িয়েছিলেন তিনি। সে কারণেই তাঁর উপর তৃণমূলের আক্রোশ।
বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পাঁচটি গুলির খোল উদ্ধার করে। অভিযোগ উড়িয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের দাবি, গোটা ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই।
আরও পড়ুন—শান্তির বৃষ্টি কলকাতাকে ভেজাতে পারে আজও