প্রতীকী ছবি
ভরদুপুরেই আকাশ কালো করে অন্ধকার ঘনিয়ে এসেছিল। তার মধ্যেই কলকাতায় নেমে আসছিল একের পর এক বিমান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ শুরু হয় প্রবল বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। সে সময়ে বেঙ্গালুরু থেকে শহরে নামতে এসে না পেরে মুখ ঘুরিয়ে ভুবনেশ্বর চলে যায় একটি বিমান। পরে সেটি ফিরে আসে। কলকাতায় নামতে এসে সে সময়েই মুখ ঘুরিয়ে ফের আকাশে উঠে যায় আরও একটি বিমান। পরে সেটি অবতরণ করে। এ দিন সকালে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লি থেকে আসা আরও একটি বিমান মুখ ঘুরিয়ে ভুবনেশ্বর চলে যায়।
কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, আগে থেকেই খারাপ আবহাওয়া সম্পর্কে সতর্ক করে দিয়েছিল বিমানবন্দরের আবহাওয়া দফতর। দুপুর ২টো পর্যন্ত সেই খারাপ আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছিল। যদিও তার অনেক আগেই পরিষ্কার হয়ে যায় আকাশ।
এ দিন দুপুরে গয়া বিমানবন্দরের আকাশেও জমা হয়েছিল কালো মেঘ। ব্যাঙ্কক থেকে গয়ার আকাশে পৌঁছে নামতে না পেরে মুখ ঘুরিয়ে কলকাতায় চলে আসে তাই এয়ারএশিয়ার একটি বিমান। শহরে নামার পরেও ওই যাত্রীরা বিমানের ভিতরেই বসে ছিলেন। দুপুরের পরে সেটি ফের গয়ার দিকে রওনা দেয়।