মিলল অস্ত্র, বাইকও

হরিদেবপুরে পানশালার বাইরে গুলি চালানোর ঘটনায় ধৃতদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার হল। বাজেয়াপ্ত করা হল ঘটনার দিন নান্টের ব্যবহার করা মোটরবাইকটিও। লালবাজার সূত্রে খবর, শনিবার ধৃত বাবলু ঘোষ ওরফে নান্টেকে সঙ্গে নিয়ে রেনিয়ার এক গুদামে তল্লাশি চালায় পুলিশ। তদন্তকারীদের দাবি, নান্টের ওই গুদাম থেকে একটি মোটরবাইক মেলে। নান্টেই বাইকের সিটের নীচে রাখা দু’টি আগ্নেয়াস্ত্রের হদিস দেয়। উদ্ধার হয় একটি নাইন এমএম ও একটি সেভেন এমএম পিস্তল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৫ ০০:০৩
Share:

হরিদেবপুরে পানশালার বাইরে গুলি চালানোর ঘটনায় ধৃতদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার হল। বাজেয়াপ্ত করা হল ঘটনার দিন নান্টের ব্যবহার করা মোটরবাইকটিও।

Advertisement

লালবাজার সূত্রে খবর, শনিবার ধৃত বাবলু ঘোষ ওরফে নান্টেকে সঙ্গে নিয়ে রেনিয়ার এক গুদামে তল্লাশি চালায় পুলিশ। তদন্তকারীদের দাবি, নান্টের ওই গুদাম থেকে একটি মোটরবাইক মেলে। নান্টেই বাইকের সিটের নীচে রাখা দু’টি আগ্নেয়াস্ত্রের হদিস দেয়। উদ্ধার হয় একটি নাইন এমএম ও একটি সেভেন এমএম পিস্তল। আগেও পুলিশ অন্য অভিযুক্ত সমীর বাগ ওরফে ভোঁতকার বোড়ালের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সেভেন এমএম পিস্তল উদ্ধার করেছিল। দু’টি জায়গা থেকে সাত রাউন্ড কার্তুজ মেলে। এ নিয়ে ঘটনায় মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল।

পুলিশের দাবি, ঘটনার দিন পানশালার ভিতরে এক দফা গোলমালের পরে নান্টে ওই বাইকে চেপে ফের ঘটনাস্থলে আসে। সঙ্গে অটোয় আসে তার পাঁচ-ছয় শাগরেদ। এ দিন উদ্ধার হওয়া অস্ত্র থেকেই নান্টে-সহ পাঁচ দুষ্কৃতী গুলি চালিয়েছিল বলে দাবি পুলিশের। পুলিশের দাবি, নান্টে ও তার শাগরেদ ভোঁতকা,অমিত, কালারা নিজেদের কাছে থাকা অস্ত্র থেকে গুলি ছুঁড়েছিল। নান্টে ও ভোঁতকা গ্রেফতার হলেও বাকিদের খোঁজ চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement