App Bike Accident

দুর্ঘটনায় মৃত্যু অ্যাপ-বাইকের চালকের, জখম যাত্রী

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ০৭:১৫
Share:

—প্রতীকী চিত্র।

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইকচালকের। সোমবার দুপুরে, ভিআইপি রোডে বাগুইআটি নারায়ণতলার কাছে। মৃতের নাম সৌরভ মজুমদার (৩২)। আহত হয়েছেন বাইক-আরোহী তরুণী। তাঁর নাম রুবি সাউ। ঘটনাকে কেন্দ্র করে এ দিন ওই এলাকায় কিছু ক্ষণ যানজট হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুর তিনটে নাগাদ ওই মহিলা যাত্রীকে নিয়ে বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল অ্যাপ-বাইকটি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, বাগুইআটি-নারায়ণতলার কাছে মোটরবাইকটির গা ঘেঁষে চলে যায় একটি বাস। এর পরেই দেখা যায়, বাইকটির চালক ও আরোহী পড়ে গিয়ে বাসের নীচে চলে গিয়েছেন। বাসটি ব্রেক কষে থামে। স্থানীয়দের অনুমান, সম্ভবত মোটরবাইকের হাতল বা কোনও অংশের সঙ্গে বাসের ঘষা লাগে। তাতেই নিয়ন্ত্রণ হারান অ্যাপ-বাইকের চালক।

দু’জনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় বাইকচালক সৌরভের। ওই যুবক পানিহাটির বাসিন্দা। বেলঘরিয়া থেকে তরুণীকে বাইকে উঠিয়ে ভিআইপি রোড ধরে যাচ্ছিলেন। আহত তরুণীকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পায়ে আঘাত লেগেছে। দু’জনের মাথাতেই হেলমেট ছিল বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

দুর্ঘটনাটি কী ভাবে ঘটল এবং বাসচালকের ভূমিকা কী ছিল, সে সব খতিয়ে দেখা হচ্ছে বলে বিধাননগর পুলিশ সূত্রে জানানো হয়েছে। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা বাসের উপরে চড়াও হয়ে ভাঙচুর করে বলে অভিযোগ। চালক বাস ছেড়ে পালান। ঘটনার পরে এলাকায় যানজট দেখা দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, তরুণী পাঁচ নম্বর সেক্টরে কাজ করেন। তিনি অ্যাপের মাধ্যমে মোটরবাইকটি বুক করেছিলেন। বাসটি আটক করা হয়েছে। চালকের খোঁজ করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement